X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশের একমাত্র লাল দুর্গাপূজা মৌলভীবাজারে

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
১৮ অক্টোবর ২০১৮, ০৯:৫৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১০:১১

দেশের একমাত্র লাল দুর্গাপূজা মৌলভীবাজারে প্রতিবছরের মতো এবারও মৌলভীবাজারের পাঁচগাঁও গ্রামে উদযাপিত হচ্ছে দেশের একমাত্র লাল দুর্গাপূজা। ব্যতিক্রমী এই দেবী দর্শণের জন্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ও ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসেন হিন্দু ধর্মালম্বী ভক্তরা। প্রতি বছর ষষ্ঠী থেকে দশমীর বিসর্জনের দিন পর্যন্ত ৫ দিনে দেবী দর্শণে লক্ষাধিক ভক্তের পদচারণায় গ্রামটি হয়ে ওঠে কোলাহল মুখর পরিবেশ।

প্রাচীন ঐতিহ্যবাহী গ্রাম পাঁচগাঁও। সেই গ্রামে সর্বানন্দ দাস নামক এক সাধকের দুর্গা মণ্ডপে মহাদেবী দুর্গার স্থায়ী অধিষ্ঠান হয়েছিল। সর্বত্র ভগবতী দেবী অতসী পুস্প বর্ণভা, কিন্তু সাধক সর্বানন্দ দাসের মণ্ডপে দুর্গা দেবী লোহিত (লাল) বর্ণা। যা বৃহত্তর ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন সময় হয়নি। তার আগে প্রায় তিনশত বছর ধরে ব্যতিক্রমী এই পূজা উদযাপিত হয়ে আসছে। পূজা শুরু হলে রাজনগর উপজেলা সদরের কমলারাণীর দিঘীর পূর্বদিক থেকে যানবাহন ও পুণ্যার্থীদের ভিড় শুরু হয়। অষ্টমী ও নবমী পূজার দিনে রাস্তায় এতো ভিড় থাকে যে প্রায় তিন কিলোমিটার পথ পুণ্যার্থীরা পায়ে হেঁটে পূজা মণ্ডপ দর্শনে যান। পূজার সময় সেখানে মহিষ বলির পাশাপাশি কয়েক শত পাঁঠা বলি দেওয়া হয়।

পাচঁগাঁও পূজা উদযাপন কমিটির পরিচালক সঞ্জয় দাস জানান, মূলত এটি পারিবারিক পূজা। পূজা পরিচালনাকারীদের মধ্যে তিনি এখন ষষ্ঠ পুরুষ। তার পূর্ব পুরুষ স্বর্গীয় সর্বানন্দ দাস ধ্যানে বসে কুমারী পূজার মাধ্যমে লাল দুর্গার দর্শণ পাওয়ার পর প্রতিবছর এখানে লাল দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।

সঞ্জয় দাস আরও জানান, প্রায় তিনশ বছর আগে সর্বানন্দ দাস তৎকালীন সরকারের অধীনে মুন্সী পদবিতে সমাসীন ছিলেন। তার কর্মস্থল ছিল আসামের শিবসাগর জেলায়। সেখানে কর্মাবস্থায় একবার দুর্গাপূজার সময় তিনি কামাখ্যা ধামে পূজার অভিলাসে পূজা করেন। মন্দিরের সেবায়েতের সহায়তায় তিনিই একজন পঞ্চমবর্ষীয়া কুমারী নির্বাচন করেন। মহাষ্টমীর দিনে কুমারীকে পূজা করার মনস্থ করেন, সেই সঙ্গে তার নিজ বাড়িতে পূজা সম্পন্ন করার জন্য তার স্ত্রী এবং কর্মচারীকে নির্দেশ দেন। সর্বানান্দ দাস কামাখ্যা ধামে উপস্থিত হয়ে কুমারীপুজ্জ আসনে উপবেসন করে ষোড়শোপচারে স্বয়ং ভগবতীজ্ঞানে পূজা চলতে লাগলো। প্রায় ৬ ঘণ্টাব্যাপী পূজা অনুষ্ঠিত হয়।
কুমারী ও প্রস্থরবৎ সুদীর্ঘ ৬ ঘণ্টা আসনে উপবিষ্ট ছিলেন। পূজা শেষে ভগবতীকে প্রণাম করার পর সর্বানন্দ দাস এক অভূতপূর্ব দৃশ্য দেখেন, কুমারীর গায়ের বর্ণ পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করে। পুরোহিত,জ্ঞাতি ও গ্রামবাসী পূজা মণ্ডপে এসে জানালেন যে, ভগবতীর এই লাল বর্ণে পূজিতা হবেন বলে সবাই সপ্নাদেশ পেয়েছেন। সেই থেকে এই গ্রামে লাল বর্ণের দেবী মূর্তির পূজা শুরু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা