X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১
শেরপুর-১ আসন

মনোনয়ন নিয়ে বিভক্তি আওয়ামী লীগে

শেরপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৩:০২আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৩:৪৬

আতিউর রহমান আতিক ও ছানোয়ার হোসেন ছানু একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর-১ (সদর) আসনে রাজনীতির মাঠ এখন সরগরম। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। পাশপাশি কেন্দ্রেও লবিং চালিয়ে যাচ্ছেন।রঙিন ছবির পোস্টার সাঁটিয়ে ও ব্যানার ঝুলিয়ে প্রার্থিতা জানিয়ে দিচ্ছেন অনেকেই। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই প্রচারণা চালাচ্ছেন। হাজির হচ্ছেন নানা সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে।বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে অনুদান এবং অনুষ্ঠান আয়োজনের খরচও বহন করছেন সম্ভাব্য প্রার্থিরা।
সাংগঠনিকভাবে শেরপুর-১ আসনে আওয়ামী লীগের অবস্থান বেশ শক্ত। ১৯৯৬ সাল থেকেই এ আসনটি আওয়ামী লীগের দখলে। এ আসনে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি এবারও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। সাধারণ জীবন-যাপনের কারণে এলাকায় তার ভাবমূর্তি ভালো। কিন্তু এবার তার প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি হওয়ায় শ্রমিক ও মালিক সংগঠনে ছানুর রয়েছে আলাদা প্রভাব।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে শেরপুরে আওয়ামী লীগের রাজনীতি ততই বিভক্ত হয়ে পড়ছে এই দুজনের প্রভাবে। বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যেই একে-অপরের বিরুদ্ধে কথা বলছেন। ঘটেছে বহিষ্কারের মতো ঘটনাও।যদিও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কোন্দলের পরিস্থিতি কিছুটা শান্ত বর্তমানে। দলের আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রে এ দুজনই।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হুইপ আতিউর রহমান আতিক বলেন, গত ২২ বছর ধরে আমি শেরপুর সদরে জনপ্রতিনিধি হিসিবে দায়িত্ব পালন করছি। শেরপুরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চেষ্টা করেছি। সদরের যে কেউ যেকোনও প্রান্ত থেকে এখন গাড়ি চালিয়ে ১৪টি ইউনিয়নে ঘুরে আসতে পারবেন। কোথাও তাকে গাড়ি থেকে নামতে হবে না। সব ইউনিয়নেই পাকা রাস্তা হয়েছে। সদরে এমন কোনও শিক্ষা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে সরকারের দেওয়া অনুদান পৌঁছেনি।

তিনি বলেন, আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং দলীয় মনোনয়নে বিজয় নিশান আমার হাতেই উড়বে বলে বিশ্বাস ও ভরসা রাখি। দলের ভেতরকার কিছু লোক যারা আমার বিরোধিতা করছেন, এক সময় তারা তাদের ভুল বুঝতে পারবেন বলে আমি মনে করি। তিনি বলেন, যারা আমার সমালোচনা করেন তারা আমার জনপ্রিয়তাকে ভয় পান।
তবে এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু বলেন, আতিক এমপির দিন শেষ হয়ে গেছে। তাকে এখন আর মানুষ চান না। এ আসনে মানুষ এখন নতুন মুখ দেখতে চান। এলাকার মানুষ এখন পরিবর্তন চান। তাই আমি দলীয় মনোনয়নের জন্য মাঠে নেমেছি। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ সবাই আমার প্রতি সমর্থন জানাচ্ছেন। সদর উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। মানুষের মাঝে পরিবর্তনের ডাক শুনতে পেয়েছি। তিনি বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম, এখন উপজেলা চেয়ারম্যান। সংসদ সদস্য পদে আমি মনোনয়ন পেলে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
এদিকে গত ২২ সেপ্টেম্বর শেরপুরে আওয়ামী লীগের একাংশ আয়োজিত একটি সমাবেশে ছানোয়ার হোসেন ছানুকে এ আসনে মনোনয়ন দিতে দলীয় প্রধানের কাছে দাবি করেছেন তার সমর্থকরা।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’