X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর ৪: মনোনয়ন দৌড়ে আ.লীগ-বিএনপির একাধিক প্রার্থী

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর
১৮ অক্টোবর ২০১৮, ১৬:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:৫২

 

(বাম দিক থেকে) মোহাম্মদ আবদুল্লাহ (আল মামুন), ফরিদুন্নাহার লাইলী, সফিউল বারী বাবু ও আশরাফ উদ্দিন নিজান মেঘনা নদীর কোল ঘেঁষা রামগতি-কমলনগর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসন। জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, এই আসনের আগামী দিনের প্রতিনিধি নির্বাচন নিয়ে আলোচনা ততই জমে উঠছে। কোন প্রার্থী মনোনয়ন দৌড়ে এগিয়ে, কোন প্রার্থী বিগত সময়ে নেতাকর্মী ও এলাকার মানুষের জন্য কাজ করেছেন, চলছে তার হিসাব নিকাশ।
মেঘনার ভাঙনে গত কয়েক বছরে এ আসনের অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মেঘনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার মানুষ। নদী ভাঙন আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই এখানকার মানুষ প্রতিদিন বেঁচে থাকার স্বপ্ন দেখেন। দুই উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের অধিকাংশ মানুষ মৎস্য শিকার এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ এলাকার মানুষের প্রতিনিধি হয়ে তাদের সুখ-দুঃখের কথা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে সক্রিয় হয়ে উঠেছেন প্রধান দুই রাজনৈতিক জোটের নেতাকর্মীরা। মনোনয়ন পেতে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীরা ছাড়াও দুই জোটের শরিক দলের অন্য নেতারাও প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
মূলত এ আসনে আগামী নির্বাচনে লড়াই হবে ১৪ দলের জোটের প্রার্থীর সঙ্গে ২০ দলীয় জোটের প্রার্থীর। তবে দুই বড় দলের মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি জেএসডি (জাসদ) ও এলডিপি সমর্থিত মনোনয়ন প্রত্যাশীরাও নির্বাচনি প্রচারণা, সভা-সমাবেশ ও গণসংযোগ শুরু করে দিয়েছেন।
এ আসন থেকে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এম সিরাজুল ইসলাম, ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সাম্যবাদী দলের মোহাম্মদ তোয়াহা, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাসদ থেকে আ স ম আব্দুর রব, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাসদ (রব) থেকে আ স ম আব্দুর রব, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকেএ বিএম আশরাফ উদ্দিন নিজাম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মোহাম্মদ আবদুল্লাহ এমপি নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জেএসডির কেন্দ্রীয় সভাপতি আ স ম আব্দুর রব। এরশাদ সরকারের সময় তিনি একবার সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার ঐক্যমতের সরকারের মন্ত্রী হন তিনি। আগামী নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করবেন আসম আব্দুর রব।
এদিকে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আবদুল্লাহ (আল মামুন)। বর্তমান সরকারের সময়ে ভাঙন রোধে ১৩৪৯ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হওয়ার পর প্রথম পর্যায়ে সাড়ে দুইশ' কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর সফরে এসে প্রধানমন্ত্রী নদী ভাঙন রোধে দ্বিতীয় দফায় অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
সরকারের উন্নয়নের প্রচার চালিয়ে এ আসনে বর্তমান সংসদ সদস্য ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং এ আসনের সাবেক সংরক্ষিত মহিলা এমপি ফরিদুন্নাহার লাইলী, ভূমিহীন নেতা হিসেবে পরিচিত আজাদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও ঢাকা মহানগর যুবলীগের (উত্তরের) যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাবিরুল হক অনু, আওয়ামী লীগের ক্রীড়া উপ কমিটির সহ সম্পাদক আবু জাহের সাজু মনোনয়ন প্রত্যাশা করছেন।
এ আসনের বর্তমান সরকার দলীয় এমপি মোহাম্মদ আবদুল্লাহ (আল মামুন) জানান, ‘রামগতি-কমলনগরে অনেক উন্নয়ন কাজ করেছি। এ অঞ্চলের মানুষের সবচেয়ে যে বড় দাবি ছিল নদী ভাঙন প্রতিরোধ। সে বিষয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করছে। বর্তমান সরকারের আমলে এ আসনে যে উন্নয়ন হয়েছে অতীতের ৪০ বছরেও এ পরিমাণ কাজ হয়নি। নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকে তাদের আগলে রাখার চেষ্টা করেছি।’
তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘ছাত্রজীবন থেকে আমি রাজনীতি করে আসছি। চট্টগ্রাম ভার্সিটির শামসুন্নাহার হলের দুই বার ভিপি নির্বাচিত হই। আমি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলাম। রামগতি আসনে সংরক্ষিত নারী এমপি হিসেবে ইতোমধ্যে দায়িত্ব পালন করেছি। এছাড়া সারাদেশে নৌকার জন্য কাজ করে যাচ্ছি। এ এলাকার মানুষ আমাকে এমপি হিসাবে মনোননয়ন চাইতে অনুরোধ করছেন। নেত্রী যদি মনে করেন আমাকে দিয়ে এই এলাকার মানুষের জন্য কাজ করাবেন, তাহলে আমি সাদরে গ্রহণ করবো।’
আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির সহসম্পাদক আবু জাহের সাজু বলেন, ‘নৌকার পক্ষে কাজ করছি, শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে এলাকায় গণসংযোগ করেছি। দল মনোনয়ন দিলে নির্বাচন করবো।’
এ আসনে বিএনপি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় দলের সভাপতি সফিউল বারী বাবু এবং তাঁতীদলের সহ-সভাপতি আবদুল মতিন চৌধুরী। ২০০১ ও ২০০৮ এর নির্বাচনে আশরাফ উদ্দিন নিজান এমপি নির্বাচিত হন। তাঁতীদলের সহ-সভাপতি আবদুল মতিন চৌধুরীও দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন, তিনিও দলের মনোনয়ন প্রত্যাশী।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা সভাপতি আশরাফ উদ্দিন নিজান জানান, ‘আমি দুইবার এমপি নির্বাচিত হয়েছি। আমার এলাকাবাসী তথা লক্ষ্মীপুরের মানুষ জানে আমার সততা, যোগ্যতার কথা। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক উন্নয়নে কাজ করেছি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ৭০ ভাগ মানুষকে বিভিন্নভাবে সহায়তা করেছি। দলের পাঁচ হাজার ৩৯০ জন নেতাকর্মীর মামলা মোকাবেলা করতে সহযোগিতা করছি ও তাদের মুক্ত করার বিষয়ে চিন্তা করছি। মনোনয়ন নিয়ে এখন চিন্তা করার প্রয়োজন মনে করছি না। দলীয় নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নমেনিশান নিয়ে চিন্তা করবেন। তারা যা ভালো মনে করবেন তাই মেনে নেবো।’
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু জানান, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার আন্দোলনে দলের জন্য কাজ করেছি। আমি ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দল যখন ক্ষমতায় ছিল এলাকার মানুষের জন্য কাজ করেছি। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছি। বিএনপি যদি একাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে, আমি আশা করি দল আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করবে।’
তাঁতী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল মতিন বলেন, ‘ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির নেতৃত্ব দিয়েছি। কর্মজীবনে বিএনপির রাজনীতির সঙ্গে থেকে দীর্ঘদিন এলাকার মানুষের সেবা, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা, অসহায়দের সেবা ও দান অনুদান দিয়ে যাচ্ছি। কেন্দ্রীয়ভাবে রাজনীতি করার কারণে ঢাকায় ৩০টির বেশি মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। দলের জন্য কাজ করছি।’

/টিটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক