X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রের ধারাবাহিকতা চায় না ঐক্যফ্রন্টের কুশীলবরা: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৭:২১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:৪৮

কথা বলছেন আনিসুল হক (ছবি– প্রতিনিধি) জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র করছে দাবি করে তাদের ব্যাপারে দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর শেষে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্ট নিয়ে আগেই মন্তব্য করেছেন। এরা হলো বিএনপির সিকি-আধুলি। দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকুক, ঐক্যফ্রন্টের কুশীলবরা এটা চায় না। তারা ষড়যন্ত্র করছে। জনগণকে এই ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান থাকতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল মামলার রায়ের তারিখ ঘোষণার পর থেকে বিএনপি মিথ্যাচার করছে। তারা বলছে, খালেদা জিয়াকে বিনা বিচারে সাজা দেওয়ার উদ্দেশে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। বিএনপির অভিযোগ সত্য নয়। আড়াই বছর ধরে শুধু যুক্তিতর্কের জন্য মামলাটি অপেক্ষায় আছে। আইনের সব ধারা মান্য করেই এই মামলার রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত।’

আজ বেলা ১১টার পর থেকে আখাউড়ায় দিনভর ব্যস্ত সময় কাটান আইনমন্ত্রী আনিসুল হক। প্রথমে তিনি আখাউড়া পৌর এলাকার শ্রী শ্রী রাধমাধব আখড়ায় দুর্গাপূজা পরিদর্শনে যান। এ সময় মন্ত্রী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌল্লা, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন। মন্ত্রী পূজা উপলক্ষে ২১টি মন্দির কমিটির নেতাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

পরে মন্ত্রী উপজেলার রানীখারে আগুনে পুড়ে যাওয়া মোতালেব মিয়ার জন্য নির্মাণ করে দেওয়া ঘর হস্তান্তর করেন। মন্ত্রী ধরখার এলাকায় গণসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি