X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে: নসরুল হামিদ

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ২১:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২১:৪০

বক্তব্য রাখছেন নসরুল  হামিদ (ছবি– প্রতিনিধি)

কেরানীগঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘কেরানীগঞ্জের প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ হবে। বিকেএসপির মতো কেরানীগঞ্জেও একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এ ছাড়া, কেরানীগঞ্জে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও তেঘরিয়া ইউনিয়নে মেয়েদের জন্য একটি পৃথক হ্যান্ডবল ও ক্রিকেট খেলার মাঠ তৈরি করা হবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনও বিকল্প নেই।’

শুক্রবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় কেরানীগঞ্জের জাজিরা মাধ্যমিক স্কুল মাঠে নসরুল হামিদ ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘ইকুরিয়া ব্যাপারী পাড়ায় একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। বেয়ারা এলাকায় অধ্যাপক হামিদুর রহমান নামে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যেখানে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের দেশের খেলোয়াড়রা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো খেলোয়াড় হতে পারবে।’

তিনি আরও বলেন, ‘জাজিরা মাঠকে আরও উন্নত করা হবে। মাঠের পাশে একটি কমিউনিটি সেন্টার করা হবে। প্রতিদিন এই এলাকার ছেলেরা এখানে খেলাধুলা করতে পারবে।’

নসরুল হামিদ স্পোর্টস একাডেমি আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী মো. সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সভাপতি মো. জাকির আহমেদ, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা