X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বগুড়ার ধুনটে শতাব্দী প্রাচীন ‘বউমেলা’ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ০০:০৭আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০০:১৫

বগুড়ার ধুনটে শতাব্দী প্রাচীন ‘বউমেলা’ অনুষ্ঠিত বগুড়ার ধুনটের ইছামতি নদীর তীরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ‘বউমেলা’ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রতি বছরের মতো এবারও ছিল নারী ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। শুক্রবার (১৯ অক্টোবর)ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে একদিনের এই বউমেলার অনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ধুনট পৌরসভার ছোট একটি গ্রাম সরকারপাড়া। ওই গ্রামের অধিকাংশ পরিবার হিন্দু সম্প্রদায়ের। গ্রামের পূর্ব পাশ দিয়ে ইছামতি নদী প্রবাহিত। নদীতে ধুনট সদর, সরকারপাড়া ও দাসপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বির্সজন উপলক্ষে লোকজনের সমাগম বেশি হওয়ায় যুগ যুগ ধরে ওই গ্রামে মেলা বসে। ওই মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। বিক্রেতাদের অধিকাংশই নারী। এ কারণে শতাব্দী প্রাচীন ওই মেলাটির নামকরণ হয়েছে ‘বউমেলা’।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে সরকারপাড়া গ্রাম উৎসবমুখর হয়ে ওঠে। মেলায় হিন্দু ধর্মালম্বীরা আসেন ভক্তি আর মানত নিয়ে। অন্য ধর্মের লোকজন আসেন আনন্দ উৎসব ভাগাভাগি করতে। বিজয়া দশমীতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয়। যুগ যুগ ধরে এই মেলা হয়ে আসছে। দিন বদলের সঙ্গে সঙ্গে মেলার প্রসার ঘটছে। এ মেলায় বসে বারোয়ারি দোকান। মেলায় বেচাকেনা হয়েছে খই, মুড়ি, মুড়কি, বাতাসা, জিলাপিসহ নানা রকমের খাবার। ছিল বাঁশি, বেলুন, ঝুনঝুনিসহ হরেক রকম শিশুতোষ খেলনা, চুড়ি, দুল, ফিতা, টিপসহ রকমারি প্রসাধনী।

মেলায় আগত ফৌজিয়া বীথি নামে এক সহকারী শিক্ষিকা বাংলা ট্রিবিউনকে জানান, বড় বড় শপিং মলের চোখ ধাঁধানো বাহারি পণ্য আমাকে টানতে না পারলেও সরকারপাড়ার বউমেলা টেনে নিয়ে যায় বারে বারে। তিনি তার নিজের ও মেয়েদের জন্য প্রশাধন সামগ্রী কিনেছেন। আশপাশের গ্রামের পপি রানী রানী সাহা, বন্ধনা রানী, স্বরস্বতী রানী ও শিউলী রানী প্রমুখ জানান, মেলার ভিতরে পুরুষ লোক না থাকায় অনেক স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেছেন।

মেলা কমিটির সভাপতি নিতাই চন্দ্র জানান, প্রতিবছরই মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। এবারও শান্তিপূর্ণ পরিবেশে মেলা শেষ হয়েছে। মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মোতায়েন ছিল এবং এলাকাবাসীরাও সহযোগিতা করেছেন। তিনি আরো জানান, মেলায় সব ধর্মের মানুষের সমাগম ঘটে। ঐতিহ্য বজায় রেখে এবারও বউমেলা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে