X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষার্থী লিপু হত্যার রহস্য দুই বছরেও উদঘাটন হয়নি

রাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ০১:৩৩আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০১:৪৫

রাবি শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা দুই বছরেও চার্জশিট দিতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। উদঘাটন হয়নি হত্যার কারণ। বর্তমানে মামলাটি তিনজনের হাত বদল হয়ে তৃতীয় তদন্ত কর্মকর্তার কাছে এসেছে।
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘আমি এক সপ্তাহ আগে মামলাটির তদন্তভার পেয়েছি। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এর আগেও তদন্ত হয়েছে। আমরা আবার নতুন করে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব দ্রুত আসামি চিহ্নিত করতে পারবো।’
২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাজশাহী মহানগরের তৎকালীন পুলিশ কমিশনার, পিবিআই, র্যা বসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। লিপুকে হত্যা করা হয়েছিল বলে ওই সময় পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়। এরপর ওইদিন বিকালেই লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এরপর লিপুর রুমমেট মনিরুলকে আটক করে তিনদিন পর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। বর্তমানে সে জামিনে রয়েছেন। তখন মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মতিহার থানার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান। এরপর অশোক চৌহানের বদলির পর দায়িত্ব পান মাহবুব হাসান। পরে ২০১৭ সালের ২০ জানুয়ারি মামলাটি সিআইডির পরিদর্শক আসমাউল হকের কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে আবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলে তদন্তভার পান সিআইডির আরেক পরিদর্শক আজিজুর রহমান।
এদিকে, মামলার তদন্তে দৃশ্যমান কোনও অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যরা।
লিপুর বাবা বদর উদ্দিন বলেন, ‘লিপুকে মাটি দেওয়ার কয়েকদিন পর পুলিশ এসেছিল তদন্ত করতে। মাজেমধ্যে একজন করে ফোন দেয় আর বলে, তদন্ত করছি। একজন বলছিল যোগাযোগ করতে। পরে তাক ফোন দিলাম কিন্তু সে আর আমাকে চেনেই না। তিন দিন আগেও একজন ফোন দিয়ে বললো মামলা তদন্ত করছি। কিন্তু এখনও কেউ ধরা পড়লো না।’
লিপুর সহপাঠী রাশেদ রিন্টু বলেন, পুলিশ দুই বছরেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। মাঝে মধ্যে দু-একজনের সঙ্গে কথা বলে তৎপরতা দেখায় আর আশ্বাস দেখায়। কিন্তু তদন্তের অগ্রগতি চোখে পড়ছে না। জানি না এ মামলা আলোর মুখ দেখবে কিনা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লিপুকে যে হত্যা করা হয়েছে তা সবার কাছেই স্পষ্ট। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা খুব কঠিন কোনও কাজ নয়। বিশ্ববিদ্যালয়ে একটি সংস্কৃতি চালু হয়েছে, এখানে মার্ডার হলে বিচার হয় না। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। আমরা এ সংস্কৃতি থেকে বের হতে চাই। আমরা শিক্ষার্থী হত্যার বিচার চাই।’
এদিকে লিপু হত্যাকাণ্ডে জড়িতেদের বিচারের দাবিতে ২০ অক্টোবর ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট