X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী আটক

নেত্রকোনা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ০২:০২আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০২:১৪

নেত্রকোনা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটী গ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী পারভিনা খাতুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতির (১৮ অক্টোবর) ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানায়, গত ১৫ অক্টোবর সোমবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটি গ্রামের সার্বজনীন কালী মন্দিরে কে বা কারা প্রতিমা ভাঙচুর করে। পরদিন মন্দির কমিটির বলরাম পাল বাদী হয়ে দুর্গাপুর থানায় ২৯৫/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলে ফেলে রাখা মানি ব্যাগ, ছবি ও কিছু কাগজ পত্রসহ বেশকিছু আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেন তারা।
প্রথমে মানি ব্যাগের ভেতর থাকা কাগজপত্র দেখে পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার শোয়েবকে আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার মূল হোতা ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে আহসানুল করিমের স্ত্রী পারভিনা খাতুনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক পারভিনা প্রতিমা ভাঙচুরের দিক-নির্দেশনা দেওয়ার কথা স্বীকার করেন। গত ১৮ অক্টোবর পারভীনা নেত্রকোনার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি’র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
প্রেস ব্রিফিং-এ শাহ্ শিবলী সাদিক আরও জানায়, পারভিনার মেয়ে মিথিলার সঙ্গে শোয়েবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিষয়টি জানাজানি হলে পারভিনার পরিবার তাতে আপত্তি জানিয়ে তাদের মেলামেশা বন্ধের নির্দেশ দেয়। এক পর্যায়ে পরিবারের অমতেই শোয়েবকে বিয়ে করে মিথিলা। বিষয়টি মিথিলার পরিবার মেনে নিতে পারেনি। তাই মেয়ের জামাইকে বিপদে ফেলতে তারা নানা ধরনের ফন্দি খুঁজতে থাকে। দুর্গা পূজাকে কেন্দ্র করে পারভিনা খাতুনের দুঃসম্পর্কের আত্মীয় দুর্গাপুরের গণ্ডাবের গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাইমকে দিয়ে কৈলাটি গ্রামের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করায় এবং ঘটনাস্থলে মানি ব্যাগের ভেতর শোয়েবের ছবি, জন্ম সনদের ফটোকপি ও এসএসসি পাশের সনদের ফটোকপি ফেলে আসে। যাতে করে শোয়েব মামলায় ফেঁসে যায়।
তিনি আরও জানান, মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মাধ্যেই প্রতিমা ভাঙচুরের মূল হোতা পারভিনা খাতুন এবং প্রতিমা ভাঙচুরকারী নাইমকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!