X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রিয় ঠিকানা শেহালাবুনিয়ায় আসছেন ফাদার মারিনো রিগন

আবুল হাসান, মোংলা
২০ অক্টোবর ২০১৮, ২০:২৮আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২৩:০৪

 

ফাদার মারিনো রিগন ২০১৪ সালে শেষবার অসুস্থ হয়ে খুলনার বিচিত্রা নামে একটি সেবা কেন্দ্রে ভর্তি থাকার পর অবস্থার অবনতি হলে স্বজনরা এসে ইতালিতে নিয়ে যান ফাদার মারিনো রিগনকে। কিন্তু সে সময় তিনি বারবার বলতে থাকেন আমি বাংলাদেশে থাকব। ভক্ত অনুরাগীরা সে সময় ফাদার মারিনোকে কোথায় যাবেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি স্বর্গে যাচ্ছি।’ জবাবে ভক্তরা তাকে আবার বললেন, ‘ফাদার, এ কথা বলতে হয় না, আর কখনো এ কথা বলবেন না।’ তখন ফাদার মারিনো বললেন, ‘তোমরা জান না আমার স্বর্গ কোথায়? শেহালাবুনিয়া আমার স্বর্গ, আমি শেহালাবুনিয়ায় যাব।’ মিনা হালদার নামে ফাদারের ঘনিষ্ঠ এক অনুরাগী শনিবার (২০ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। এ সময় মিনা হালদার আরও বলেন, ‘ফাদার তার স্বর্গের ঠিকানা শেহালাবুনিয়ায় ঠিকই আসছেন– কফিনে চড়ে, নিথর দেহে।’

রবিবার (২১ অক্টোবর) শেহালাবুনিয়ার খ্রিস্ট ধর্মের প্রধান গির্জার পাশে তাকে সমাহিত করা হবে। তার অন্তিম ইচ্ছায় মোংলার শেহালাবুনিয়ায় সমাহিত হচ্ছেন ফাদার মারিনো রিগন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে রবিবার ভোরে মোংলায় আনা হবে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনকে। এর আগে ইতালি থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেহাবশেষ আনা হবে বাংলাদেশে।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও হেলিপ্যাড থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে মারিনো রিগনের মরদেহ মোংলায় আনা হবে। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মৃতদেহ গ্রহণ করবেন। এ সময় মন্ত্রণালয়ের এবং ইতালি দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মোটর শোভাযাত্রা সহকারে মরদেহ উপজেলা প্রশাসনের মাঠে আনা হবে। এরপর উন্মুক্ত মঞ্চে তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য রাখা হবে।

তিনি আরও জানান, গার্ড অব অনার প্রদানের পর সেন্ট পলস গির্জার (ক্যাথলিক চার্চ মিশন) পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে ফাদার মারিনো রিগনকে। এ জন্য তার সমাধিস্থল প্রস্তুতও করা হয়েছে।

ফাদারের জন্য প্রস্তুত রাখা সমাধি ১৯২৫ সালে ইতালিতে জন্মগ্রহণ করেন ফাদার মারিনো রিগন। ১৯৫৩ সালের ৭ জানুয়ারি ২৮ বছর বয়সে তিনি খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। মুক্তিযুদ্ধের সময় তিনি গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় ছিলেন। মুক্তিযোদ্ধাদের সহায়তাসহ অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা প্রদান করেন তিনি। দেশের বিভিন্ন স্থান ঘুরে দেশ স্বাধীনের পর তিনি মোংলার শেহালাবুনিয়ায় স্থায়ী আবাস গড়ে তোলেন। এ সময় তিনি এ এলাকায় জ্ঞানের আলো ছড়াতে ধীরে ধীরে গড়ে তোলেন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার দরিদ্র মানুষের আবাসন, দুস্থ নারীদের স্বাবলম্বী করতে ও আর্থ সামাজিক জীবন উন্নয়নে  বিশেষ অবদান রাখেন এই ধর্মযাজক। 

ফাদার সম্পর্কে প্রবীণ শিক্ষানুরাগী ফ্রান্সিস সুদান হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফাদার মারিনো রিগন ১৯৫৩ সালে বাংলাদেশে আসেন। এরপর ১৯৫৩ সালে আসেন মোংলা উপজেলার শেহালাবুনিয়ায়। এসেই তিনি প্রথমে সেন্ট পলস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ১৯৭৯ সালে মোংলা সরকারি কলেজ, বাজুয়া কলেজ, হলদিবুনিয়া স্কুল প্রতিষ্ঠায় অর্থ দিয়ে সহযোগিতা করেন। তিনি মোংলা উপজেলায় ১৮টি প্রাথমিক বিদ্যালয়ও গড়ে তোলেন।’

ফ্রান্সিস সুদান হালদার আরো বলেন, ‘ফাদার মারিনো ছিলেন একজন সাদা মনের মানুষ। তাকে শ্রদ্ধা জানাতে আমরা ব্যাকুল হয়ে আছি।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা উপজেলার সভাপতি নুর আলম শেখ বলেন, ‘গত বছরের ২০ অক্টোবর ইতালির ভিচেঞ্চায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন। দীর্ঘ সময়ে মোংলায় অবস্থানকালে ফাদার মারিনো রিগন ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিসহ ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের তিনশ’ পঞ্চাশটি গান, জসীমউদদীনের নকশিকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট। এছাড়াও অনুবাদ করেছেন এদেশের খ্যাতিমান কবিদের অনেক কবিতা।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী