X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মানিকগঞ্জে আগাম সবজি চাষে ব্যস্ত চাষিরা

মতিউর রহমান, মানিকগঞ্জ
২০ অক্টোবর ২০১৮, ২৩:১৩আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২৩:৩৪

 



ক্ষেতজুড়ে চাষ হচ্ছে শীতকালীন সবজি মানিকগঞ্জ জেলায় এবার ৫০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ হচ্ছে। আগাম সবজি চাষে খাটাখাটুনি বেশি থাকলেও লাভও বেশি। বেশি মুনাফার আশায় আগেভাগেই শীতের সবজি বাজারে পৌঁছে দিতে ক্লান্তিহীন সময় পার করছেন মানিকগঞ্জের সবজি চাষিরা। এ জেলার সদর উপজেলা, সাটুরিয়া ও সিংগাইর উপজেলা সবজি চাষের জন্য বিখ্যাত। মহানগরী ঢাকার কাছের জেলা হওয়ার সুবাদে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় এখানকার সবজির বড় চালান চলে যায় ঢাকার বিভিন্ন পাইকারি আড়তগুলোতে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৯ হাজার ৭শ’ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে সবজির আগাম চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া আর বাজারদর ভালো থাকলে এ বছর বেশ লাভবান হবেন বলে ধারণা করছেন সবজি চাষিরা।

কথা হয় সাটুরিয়া উপজেলার কামতা এলাকার সবজি চাষি শাজাহান মিয়ার সঙ্গে। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ১০ হাজার টাকা খরচে দুই বিঘা জমিতে লাউশাক ও লালশাক চাষ করেছেন। এতে তিনি ১০ হাজার টাকার লালশাক ও প্রায় ১৫ হাজার টাকার লাউশাক বিক্রি করেছেন। আরও প্রায় ১০ হাজার টাকার লাউশাক বিক্রি করতে পারবেন বলেও মন্তব্য করেন। এরপর ওই জমিতে ফুলকপির চারা বপন করা হবে বলেও জানান তিনি।

এরপর ওই একই জমিতে মাচা করে মাত্র তিন হাজার টাকা খরচে ধুন্দল চাষ করেন। সেখান থেকে প্রায় অর্ধ লক্ষ টাকার ধুন্দল বিক্রি করেন তিনি। এখন সেই একই জমিতে শিমের আবাদ করেছেন তিনি। শিমের আবাদে ফলন পাওয়া পর্যন্ত তার ব্যয় হবে মাত্র ১০ হাজার টাকা। ভালো ফলন পেলে এখান থেকে লক্ষাধিক টাকার শিম বিক্রি করবেন বলে মন্তব্য তার।

হাসেম আলী নামের আরেক চাষি জানান,কৃষকের উপর নির্ভর করে জমির ফলন ও খরচের বিষয়টি। নিজের জমি নিজে দেখাশুনা করতে পারলে কম খরচে বেশি লাভ করা যায়। ২৪ শতাংশ জমিতে ৯ হাজার টাকা খরচ করে ঢেড়ষের আবাদ করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার টাকা ঢেঁড়ষ বিক্রি করেছেন।  আরও কয়েকদিন বিক্রি শেষে ওই জমিতে আবার ফুলকপির আবাদ করবেন বলে জানান।

সবজি চাষি আবদুল হালিম জানান,১০ হাজার টাকা ব্যয় করে ৩০ ডেসিমেল জমিতে বেগুনের আবাদ করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ১৫ হাজার টাকার বেগুন বিক্রি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আরও প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলেও মন্তব্য করেন। আরেক সফল সবজি চাষি চরধানকোড়া এলাকার আবদুর রহিম মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান,গত রমজান মাসের আগে ৮৩ ডেসিমেল জমিতে তিনি শসার আবাদ করেছিলেন। জমি তৈরি,সার,বীজ ও জমিতে মাচাইলসহ সব মিলিয়ে তার খরচ হয় ৬০ হাজার টাকা। এরপর ওই জমি থেকে তিনি প্রায় লাখ টাকার শসা বিক্রি করেছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান,এ বছর মানিকগঞ্জে প্রায় ৯ হাজার ৭শ’ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  কয়েকদিনের মধ্যেই  জেলার ক্ষেতগুলো সবজিতে ভরে উঠবে। সংশ্লিষ্ট কৃষি অফিস থেকে এখানকার সবজি চাষিদের সব সময়ই সহযোগিতা ও সঠিক পরামর্শ দেওয়া হয়।

     

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!