X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নামে হবে সড়ক, স্থাপন হবে আবক্ষ মূর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
২১ অক্টোবর ২০১৮, ০৩:২১আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০৩:৫০

চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নামে হবে সড়ক, স্থাপন হবে আবক্ষ মূর্তি

আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রাম নগরীর একটি সড়ক এবং বৌদ্ধ মন্দির মোড়ে তার আবক্ষ মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেছেন, আইয়ুব বাচ্চুর নামে নগরে একটি সড়কের নামকরণের ব্যাপারে আগামী সাধারণ অধিবেশনে প্রস্তাব উপস্থাপন করা হবে।পরবর্তীতে প্রশাসনিক কাজ সম্পন্ন করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এছাড়া বৌদ্ধমন্দির মোড়ে আইয়ুব বাচ্চুর আবক্ষ মূর্তি স্থাপনেরও উদ্যোগ নেওয়া হবে।

শনিবার বিকেলে জমিয়াতুল ফালাহ মাঠে আইয়ুব বাচ্চুর নামাজে জানাযার আগে বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন মেয়র। এর আগে নিজের বক্তব্যে কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম নন্দনকাননস্থ বৌদ্ধমন্দির মোড়ে আইয়ুব বাচ্চুর একটি আবক্ষ মূর্তি স্থাপনের দাবি জানান। তার দাবির প্রেক্ষিতেই মেয়র এ আশ্বাস দেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন,  বাচ্চু ভাই তার বাবার সাথে চট্টগ্রামে জীবনের শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন। এখানে একটি বাড়ি করার জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা চেয়েছিলেন। তার সে আশা পূরণ হয়নি। তিনি আমাদেরকে ছেড়ে অকালে চলে গেলেন।আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাযায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করেছে আইয়ুব বাচ্চু কতটুকু জায়গা দখল করে আছে জনমানুষের হৃদয়ে। অতীতে একজন শিল্পীর জানাযায় এত লোকের উপস্থিতি দেখিনি। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটবে কিনা সন্দেহ আছে।  

এর আগে সকালে শাহ আমানত বিমানবন্দর আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন মেয়র। তার উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত নামাযে জানাযার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন