X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ আ. লীগে নির্বাচনি আমেজ, নীরব বিএনপি

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২১ অক্টোবর ২০১৮, ১৩:৩০আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৫:১৪

আ. লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নির্বাচনি আমেজ বিরাজ করছে। বর্তমানে এই আসনে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। আগামী নির্বাচনে এমিলি ছাড়াও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা মনোনয়ন প্রত্যাশী। এই চারজনের মধ্যে এমিলি ও অ্যাটর্নি জেনারেল বেশ জোরেশোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এক প্রকার নীরবই রয়েছেন। বলতে গেলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ দুজন মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচনি আমেজ এনে দিয়েছেন।

জনসংযোগ, উঠান বৈঠক, সমাবেশসহ নানা উপায়ে মনোনয়ন প্রত্যাশীরা ভোটারদের কাছে পৌঁছার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমিলি ও অ্যাটর্নি জেনারেলকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে একাধিক নেতা স্বীকার করেছেন। এ বিভক্তি প্রকাশ্য রূপও নিয়েছে। গত ২ সেপ্টেম্বর জন্মাষ্টমীর সময় লৌহজংয়ে একটি অনুষ্ঠানে এমিলি ও অ্যাটর্নি জেনারেলের গ্রুপের মধ্যে হট্টগোল হয়। এ ঘটনায় একপক্ষ প্রেস বিজ্ঞপ্তি এবং আরেক পক্ষ সংবাদ সম্মেলন করে। এছাড়াও পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে অ্যাটর্নি জেনারেলের পক্ষে টঙ্গীবাড়ী থানায় জিডি করা হয়।

টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতু বলেন, ‘যদি দলের ভেতর থেকে একজন মনোনয়ন প্রত্যাশী হতো তাহলে আমরা উপজেলা কমিটি থেকে রেজ্যুলেশন পাঠাতে পারতাম। কিন্তু চারজন মনোনয়ন প্রত্যাশী হওয়ায় তা করা যাচ্ছে না। তাই স্থানীয় নেতাকর্মীরা যার যার পছন্দমতো নেতাকে সমর্থন করছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা অ্যাটর্নি জেনারেল মনোনয়ন পাবেন। কারণ, তিনি সরকারের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি। বাংলাদেশে কোনও অ্যাটর্নি জেনারেল এত দীর্ঘমেয়াদে দায়িত্বে ছিলেন না। মাহবুবে আলম সরকারের আস্থাভাজন হওয়ায় ১০ বছর ধরে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এছাড়া, বর্তমান এমপি পর পর দু’বার নির্বাচিত হয়েছেন এবং তার আগে সংরক্ষিত মহিলা আসনে এমপি ছিলেন। তাই, নতুন মুখ হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মনোনয়ন পেতে পারেন।’

লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার বলেন, ‘মনোনয়ন নিয়ে এখন আওয়ামী লীগের মধ্যে কিছু দ্বন্দ্ব দেখা দিলেও মনোনয়ন দেওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। তখন সবাই মিলে নৌকার পক্ষে কাজ করবেন। আর আমরা ধরে নিচ্ছি বিএনপি নির্বাচনে আসবে। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে নির্বাচনি লড়াইয়ে বর্তমান এমপি এমিলি ভালো অবস্থানে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল ভালো লোক কিন্তু মনোনয়নের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের কমিটির বেশিরভাগ সদস্য এমিলির পক্ষে আছে।’

একাধিক মনোনয়ন প্রত্যাশী হওয়ায় দলের মধ্যে যে বিভেদ ও দ্বন্দ্ব দেখা দিয়েছে সে ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এটা ঠিক যে নির্বাচিত এমপি কখনও চাইবে না অন্য কেউ তার আসনে নির্বাচন করুক। কিন্তু পার্টির হাইকমান্ড সবদিক বিবেচনা করে মনোনয়ন দেবেন।’

এ ব্যাপারে এমপি এমিলির সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমপির পিএস টিটু জানান, তিনি অসুস্থ। কথা বলতে পারবেন না।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘এমিলি ও অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ শুরু হয়েছে। বলতে গেলে তারা একপ্রকার যুদ্ধই শুরু করেছেন। তাদের কারণে দলে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, আমাকে মনোনয়ন দিলে তা দূর হয়ে যাবে। আমাকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের মধ্যে ঐক্য ফিরে আসবে।’

যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে নৌকার রাজনীতি করি। আমি মনোনয়ন পাই বা না পাই মানুষের জন্য ও নৌকার পক্ষে কাজ করে যাবো। আমার বিশ্বাস মনোনয়ন যে-ই পাক, আওয়ামী লীগের সবাই নৌকার পক্ষে কাজ করবেন।’

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দৌড়ঝাঁপ চললেও বিএনপি নেতারা তেমন কোনও প্রচার প্রচারণা নেই। কার্যত বিএনপি একদম নীরব। তবে, দলের জেলা কমিটি গঠন এবং দলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার মনোনয়ন নিশ্চিত বলে জানিয়েছেন দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন।

তিনি বলেন, ‘মুন্সীগঞ্জ-১ ও ৩ আসনে কে মনোনয়ন পাচ্ছেন তা এখনও ঠিক না হলেও ২ আসনে মনোনয়ন পাচ্ছেন মিজানুর রহমান সিনহা। তিনি ছাড়া এই আসনে বিএনপির কোনও বিকল্প প্রার্থী নেই।’

বিএনপির প্রার্থী হয়ে ১৯৯৬ সালে এই আসনে প্রথম সংসদ সদস্য হন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সিনহা। এরপর ২০০১ সালে সংসদ সদস্য হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

মিজানুর রহমান সিনহা বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় এবং দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচনে লড়বেন।’

এছাড়া, জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি কুতুবউদ্দিন আহম্মেদও দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে, মুন্সীগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বা অন্য কোনও দলের তেমন কোনও অবস্থান নেই।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া