X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রংপুরে আইনজীবী হত্যা মামলার অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণের দিন ধার্য

রংপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৬:২৪আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৮:৪৪

আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুরে আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় নিহতের স্ত্রী দীপা ভৌমিক ও তার প্রেমিক কামরুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ নিযামুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনালে তারা দুজনেই নিজেদের নির্দোষ দাবি করে। শুনানি শেষে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। প্রথমে তাদের হাজতখানায় রাখা হয়। পরে তাদের আদালতে তোলা হয়।

সরকার পক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট জানান, এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খুব দ্রুতই মামলার বিচার শেষ করা সম্ভব হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ রাতে আইনজীবী বাবু সোনা খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়। এ সময় তার স্ত্রী দীপা ভৌমিক বাবু সোনাকে দুধের মধ্যে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে দীপা ভৌমিক ও তার প্রেমিক কামরুল ইসলাম ঘুমন্ত অবস্থায় বাবু সোনাকে গলায় ওড়না পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে। তার লাশ রাতেই ঘরে কাঠের আলমারিতে লুকিয়ে রাখে। সকালে রিকশা ভ্যানে আলমারিটি নিয়ে যায়। এরপর বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিক প্রচার করে তার স্বামী সকালে বাসা থেকে বের হয়ে গেছে, দুপুর পর্যন্ত কোনও খবর না পেয়ে তার মোবাইল ফোনে ফোন করে তা বন্ধ পায়। এ ঘটনায় রাতে নিহত বাবু সোনার ছোট ভাই সুশান্ত ভৌমিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার দুদিন পর র‌্যাব সন্দেহপূর্বক বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিককে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ করলে সে তার স্বামীকে প্রেমিক কামরুলের সহায়তায় হত্যা করেছে বলে স্বীকার করে এবং মরদেহ কামরুলের নির্মাণাধীন বাসার মাটির নিচে পুঁতে রেখেছে বলে স্বীকার করে। পরে র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে বাবু সোনার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিক ও প্রেমিক কামরুল দুজনেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। সেখানে কীভাবে বাবু সোনাকে হত্যা করেছে তার বিস্তারিত বর্ণনা দেয় তারা।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক