X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে শক্তি পেছনে টেনে রাখতে চায় তাকে জয় করতে হবে: ড.আনিসুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ২১:৪৪আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২২:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় জেলার কৃতি সন্তানদের সম্মাননা ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেন, যে শক্তি আমাদেরকে পেছনে টেনে রাখতে চায় সেই শক্তির ওপর বিজয় লাভ করতে হবে। আজ রবিবার (২১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার আয়োজনে জেলার কৃতি সন্তান সম্মাননা ও এসএসসি ২০১৮ তে জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গুণী ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে অসীম ভূমিকা পালন করছেন। রাজনীতির ক্ষেত্রে ব্যারিস্টার এ রসুল, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত, সঙ্গীতের ক্ষেত্রে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, সাহিত্যে অদ্বৈত মল্ল বর্মণ, কবি আব্দুল কাদের, আল মাহমুদসহ এরকম অনেকের নাম বলা যেতে পারে যাদের সাধনায় আমাদের সংস্কৃতি আজ সমৃদ্ধ। আজকে সংস্কৃতির ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টির জন্যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আমরা তাকিয়ে থাকবো। আমি আশাকরি ব্রাহ্মণবাড়িয়া তার সুনাম অক্ষুণ্ন রাখবে। দেশের যে শক্তি আমাদেরকে পেছনে টেনে রাখতে চায় সেই শক্তির ওপর বিজয় লাভ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির ক্ষেত্রে আরও গৌরব অর্জন করবে। এসময় তিনি সম্মাননাপ্রাপ্ত অতিথিদের ধন্যবাদ এবং অভিনন্দন জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেন, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, অদ্বৈত মল্ল বর্মণের মতো বহু গুণী জ্ঞানী ব্যক্তির জন্ম দিয়েছে। যারা বর্তমানে শিল্প সাহিত্য অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার হয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সম্মাননা দিতে পেরে আমরা গর্ববোধ করছি। 

 ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন কৃতি সন্তানকে  সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, সংগীত জগতের কিংবদন্তী একুশে পদক প্রাপ্ত শেখ সাদী খান, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে রোকেয়া পদকপ্রাপ্ত অ্যারোমা দত্ত, বাংলাদেশ সিভিল প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি মারুফুল ইসলাম।

এছাড়া একুশে পদকপ্রাপ্ত নাট্য অভিনেতা ও নির্মাতা আলী যাকের, সারা যাকের, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, শিল্প সঙ্গীতে একুশে পদকপ্রাপ্ত মতিউল হক খানেরও সম্মাননা নেওয়ার কথা থাকলেও তারা অসুস্থতাসহ ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। 

পরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০১ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ ৫ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা