X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুলিশের ওপর হামলার অভিযোগ, বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ অক্টোবর ২০১৮, ০১:১৫আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০১:২৭

চট্টগ্রাম

আদালত ভবনে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ দলটির ১৫০ নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার (২১ অক্টোবর) বিকালে কোতোয়ালী থানার এসআই মো. ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা প্রদান এবং আদালত ভবনে অস্থিতিশীল পরিবেশ তৈরি অপরাধে মামলাটি দায়ের করা হয় বলেও তিনি জানান।

মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইসিটি আইনে দায়ের করা একটি মামলায় আদালত আজ দুপুরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা আদালত ভবনে পুলিশের ওপর হামলা চালায়। আদালত ভবনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এসব ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৫০জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে নিরাপদ সড়কের দাবিতে চলা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা উল্লেখ করা হয়। এ ঘটনায় ওইদিন নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর  মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় এতদিন জামিনে থাকার পর আজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা