X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আমরা একটি রাজাকারমুক্ত সংসদ চাই: শাহরিয়ার কবির

রাজশাহী প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০২:১৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০২:২৪

বক্তব্য রাখছেন শাহরিয়ার কবির (ছবি– প্রতিনিধি)

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘আমরা একটি রাজাকারমুক্ত সংসদ চাই। একাত্তরের ঘাতক, ২১ আগস্টের ঘাতক, বঙ্গবন্ধুর ঘাতক ও তাদের সহযোগীদের আমরা সংসদে দেখতে চাই না। আগামী সংসদ নির্বাচনে আমরা আগুন সন্ত্রাসীদের জয় দেখতে চাই না।’ রাজশাহীতে অনুষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (২১ অক্টোবর) বিকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগরের সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে নগরীর লক্ষীপুর মোড়ে ‘আমার ভোট আমি দেবো, দেখে-শুনে-বুঝে মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’ শীর্ষক স্লোগানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার কবির আরও বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি রাষ্ট্র, যেটা ধর্মনিরপেক্ষ হবে। সেজন্য বঙ্গবন্ধু ড. কামালকে নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের দল একাত্তরের ঘাতক জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে সংবিধান প্রণয়ন করতে। আজ সেই ড. কামাল হোসেনই ক্ষমতার লোভে সেই একাত্তরের ঘাতকদের সঙ্গে হাত মিলিয়েছে। যারা ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে হাত মিলিয়েছে। তাই আপনারা সজাগ থাকুন, ওয়ার্ডে ওয়ার্ডে, মাঠে মাঠে এই ঘাতক ও তাদের সহযোগীরা যেন সংসদে ঢুকতে না পারে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। এখন বিশ্বের অনেক দেশের কাছেই বাংলাদেশ মডেল। যে পাকিস্তান বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল মানছে। তাই এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই।’

সমাবেশের প্রধান বক্তা হিসেবে নিরাপত্তা বিশ্লেষক ও কমিটির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, ‘আমরা এদেশে কখনোই মৌলবাদের রাজনীতি দেখতে চাই না। আমরা চাই, অসাম্প্রদায়িক বাংলাদেশে সবার সমান অধিকার। আজ নারীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। এই সমান অধিকার সমুন্নত রাখতে হবে। তাই আপনার দেশ আপনার হাতেই রাখুন, সজাগ থাকতে হবে যেন তা মৌলবাদীদের হাতে না যায়।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগর মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট