X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভূমি নিয়ে জটিলতায় থমকে গেছে অর্থনৈতিক অঞ্চলের কাজ

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০০:২৯

বগুড়া

বগুড়ায় ভূমি দখল জটিলতায় অর্থনৈতিক অঞ্চলের কাজ থমকে গেছে। সরকার চয় ১৯৮২ সালের ভূমি হুকুম দখল অধ্যাদেশের আলোকে জমি দখল নিতে। তবে বেশি মূল্য পেতে জমির মালিকরা চান, ২০১৭ সালের ভূমি দখল আইনে তাদের জমি কেনা হোক।  জমির কয়েকজন মালিক ২০১৭ সালের ভূমি হুকুম দখল আইনে মূল্য দাবি করে হাইকোর্টে রিটও করেছেন। এতে অর্থনৈতিক অঞ্চলের কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে অবিলম্বে এ সংকট কাটিয়ে বগুড়া অর্থনৈতিক অঞ্চলের (বিইজেড) কাজ শুরু করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন বগুড়ার মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া জেলা প্রশাসন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বগুড়া অর্থনৈতিক অঞ্চলের ভূমি হুকুম দখলে কাজ শেষ করার চেষ্টা করছিল। গত সেপ্টেম্বরের প্রথমদিকে এ কাজ শেষ করে ভূমি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) কাছে হস্তান্তরের আশাও করেছিলেন সম্প্রতি বদলি হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। কিন্তু এতে বাঁধ সাধে চার জন ভূমি মালিক। তারা বেশি টাকার আশায় হাইকোর্টে রিট করেন। ২০১৭ সালের ভূমি দখল অধ্যাদেশের আলোকে টাকা দাবি করেন তারা। এতে ১৯৮২ সালের ভূমি হুকুম দখল অধ্যাদেশের তুলনায় ভূমির মূল্য দাঁড়ায় তিন গুণ। সরকার চাচ্ছে, ১৯৮২ সালের ভূমি দখল অধ্যাদেশের আলোকেই জমির দাম দিতে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলিমুন রাজিব জানান, ২০১৭ সালের আইনের আগের আইনে (১৯৮২) ভূমি হুকুম দখলে কাজ শুরু করেছিল। কয়েকজন জমির মালিক জমি নিয়ে হাইকোর্টে রিট পিটিশন করেছেন। বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে। বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় আছে। নিষ্পত্তি হলেই ভূমি হুকুম দখলের কাজ শুরু হবে।

হাইকোর্টে রিট পিটিশনকারীদের একজন জোড়া হিন্দুপাড়া গ্রামের মোহর মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘আমরা বগুড়া অর্থনৈতিক অঞ্চল (বিইজেড) স্থাপনে সরকারকে জমি দিতে প্রস্তুত। কিন্তু নতুন ২০১৭ সালের আইনে কিনতে হবে। বর্তমানে প্রতি শতক ধানি জমির দাম ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এ জমিগুলোতে বোরো, আমন, বর্ষালী এবং আলুর চাষ হয়। এ চাষাবাদ করেই আমরা পরিবার-পরিজন নিয়ে বেঁচে আছি। সরকার জমিগুলো নিলে আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তাই আমরা জমির ন্যায্য মূল্য দাবি করছি। আমরা হাইকোর্টে রিট করেছি। আশা করি, আদালতের কাছে ন্যায় বিচার পাবো।’

২০১৫ সালের ১২ নভেম্বর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিভিত্তিক উত্তরাঞ্চলে নানা ধরনের শিল্প স্থাপনের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশলী করতে বগুড়া অর্থনৈতিক অঞ্চল (বিইজেড) স্থাপনের ঘোষণা দেন। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) প্রস্তাবিত বগুড়া অর্থনৈতিক অঞ্চল-১ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক কাজ সম্পন্ন করে।

জানা যায়, বেজার চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রাথমিকভাবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে চকজোড়া, জোড়া, পারতেখুর, বীরগাঁও ও চকভালি মৌজায় ২৫১ একর জমি পছন্দ করেন। এর মধ্যে জোড়া মৌজায় ১০৬.৬৩ একর, চকজোড়া মৌজায় ২.৯১ একর, পারতেখুর মৌজায় ১১৮.১১ একর, বীরগাঁও মৌজায় ১৫.২৪ একর এবং চকভালি মৌজায় ৮.১১ একর জমি রয়েছে। পরবর্তীতে ২৮৯ কোটি টাকা মূল্যে ওই পরিমাণ জমি হুকুম দখলের প্রস্তাব করা হয়। জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন হলে ৭ ধারা নোটিশ জারির পর জেলা প্রশাসন জমির আপত্তি নিষ্পত্তি যাচাই বাছাইয়ের কাজ শুরু করে। তবে জমির কয়েকজন মালিক হাইকোর্টে রিট দায়ের পর পুরো প্রক্রিয়া স্থবির হয়ে আছে। 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা