X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভূরুঙ্গামারীতে দুদকের গণশুনানি : ভূমি অফিসের সার্ভেয়ার সাময়িক বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০৭:০৫আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০৮:০৭


গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযোগ শুনছেন দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ারকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২১ অক্টোবর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– দুদকের পরিচালক মনিরুজ্জামান, পুলিশ সুপার মেহেদুল করিম, রাজশাহী দুদকের পরিচালক আবদুল করিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী ও সমন্বিত রংপুর জেলার উপ-পরিচালক শেখ ফানাফিল্লা।

জেলা প্রশাসকের সঞ্চালনায় শুনানিতে অভিযোগকারী এবং অভিযুক্তদের বক্তব্য শুনে দুদক কমিশনার বিষয়গুলোর তাৎক্ষণিক সমাধান করে দেন। এছাড়া কিছু ক্ষেত্রে ফলোআপ করার নির্দেশ দেন। এ সময় ভূমি অফিসের সার্ভেয়ার গোলাম মোর্তজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেন, ‘দেশের জিডিপির আড়াই শতাংশ খেয়ে ফেলছে দুর্নীতিবাজরা। এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছে সরকার। দেশের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্তু সে তুলনায় উন্নয়ন হচ্ছে না। সকল প্রকল্পের উন্নয়ন এবং মাঠ পর্যায়ের প্রকৃত অবস্থা জানার এবং প্রান্তিক জনগোষ্ঠী কেমন সেবা পাচ্ছে সেটা শোনার জন্য ভূরুঙ্গামারীতে ১০১তম গণশুনানির আয়োজন করা হয়েছে।’

তিনি আরও জানান, দুদক দু’ধরনের কাজ করে থাকে। প্রতিরোধ ও প্রতিকারমূলক। এখানে প্রতিরোধমূলক কাজ করার জন্য তারা এসেছেন।

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার হবে। তাদেরকে সচেতন ও সততা চর্চা করতে সারা দেশে ২৫৩৭১টি সততা সংঘ এবং ১৫৪৪টি সততা স্টোর চালু করা হয়েছে। আর গণশুনানির উদ্দেশ্য হচ্ছে সেবাপ্রত্যাশী নাগরিকদের অভিযোগ সরাসরি শুনে তা সম্পাদনের ব্যবস্থা, সেবার মান উন্নয়ন, সেবা গ্রহণ ও প্রদানকারীদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা এবং এ বিষয়ে একটি সুপারিশমালা তৈরি করা।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা