X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জের ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ৭০ পদ শূন্য

কোরনীগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০৯:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১০:০৭

প্রাথমিক বিদ্যালয় (ছবি সংগৃহীত)

ঢাকার কেরানীগঞ্জে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৭০টি পদ দীর্ঘ চার বছর যাবত শূন্য রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে। সম্প্রতি ৯৯টি শূন্যপদের মধ্যে ২৯ জনের নিয়োগ সম্পন্ন হয়। তবে নিয়োগ পাওয়া ওই ২৯ শিক্ষকের মধ্যে মাত্র ছয় জন যোগদান করেছেন। বাকি ১৩ জন কবে যোগদান করবেন সে বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস এই মুহূর্তে সঠিকভাবে কিছুই বলতে পারেনি।

কেরানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তারানগর ইউনিয়নে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, রোহিতপুর ইউনিয়নে নতুন সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, লাকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি শূন্য পদ রয়েছে।

এছাড়া কলাতিয়া ইউনিয়নে বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, নতুন খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, নয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, নীলটেক সরকারি প্রাথমিক বিদ্যলয়ে তিনটি, চামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, চরচামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। শাক্তা ইউনিয়নে কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, শাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে।

কালিন্দী ইউনিয়নে পটকাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। জিনজিরা ইউনিয়নে গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। বাস্তা ইউনিয়নে বাঘাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, মুচিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে।

তেঘরিয়া ইউনিয়নে আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, পশ্চিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, পাইনা খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুটি শূন্য পদ রয়েছে। কোন্ডা ইউনিয়নে বাক্তারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, ব্রাক্ষ্যমনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, উত্তর পাঁনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, দক্ষিণ পাঁনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, কাওটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, ঘোষকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে।

হযরতপুর ইউনিয়নে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, কানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি, বাটারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। শুভাঢ্যা ইউনিয়নে পারগেন্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, চরমীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ও কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, মামলা জটিলতার কারণে সারাদেশেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ বন্ধ ছিলো। এখন প্রাথমিক শিক্ষা অধিদফতর পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দিচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট