X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১২:২৪আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১২:২৪

 

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত গোলাম রব্বানী (২৫) নামে বাংলাদেশি যুবকের লাশ ফেরত দেওয়া হয়েছে। রবিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পতাকা বৈঠকের শর্ত অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ বালিয়াডাঙ্গী থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

এর আগে গত শনিবার (২০ অক্টোবর) ভোরে গোলাম রব্বানী নামে এক বাংলাদেশি যুবক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হন। সোমবার সকালে ৫০ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল তুহিন মো. মাসুদ এ খবর টেলিফোনে নিশ্চিত করেছেন।

রবিবার সকালে লাশ লাশ ফেরত দেওয়ার কথা থাকলেও বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত নিতে সন্ধ্যা হয়ে যায় বলে জানান বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম। পরে রাত ৯টার দিকে রব্বানীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রবিবার বিকালে লাশ ফেরত প্রশ্নে কান্তিভিটা সীমান্তের ৩৮৬ এস-ফোর নং পিলারের কাছে নোম্যানস ল্যান্ডে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে পাড়িয়া বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার সালাম ও বিএসএফ’র পক্ষে বারোঘড়িয়া কোম্পানি কমান্ডার এসি জি এল ভার্মা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এই বাংলাদেশি যুবক নিহত ইস্যুতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । শনিবার বেলা ১২-৩০ থেকে ১-১৫ পর্যন্ত বাংলাদেশের কান্তিভিটা ও ভারতের হাটখোলা বিওপি’র নোম্যানস ল্যান্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র নিরস্ত্র বাংলাদেশির ওপর গুলি চালানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয় , এটা কেবল আন্তর্জাতিক রীতির লঙ্ঘন নয় বাংলাদেশ-ভারতের চমৎকার সৌহার্দপূর্ণ সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে। ৫০ বিজিবি’র পক্ষে অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ ও বিএসএফ’র পক্ষে ১৭১ বিএসএফ কমান্ডেন্ট রাকেশ সিনহার নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ অভিযোগ করে গরু চোরাচালানকারী দলটি বিএসএফ’র ওপর আক্রমণ করেছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদ করে বলা হয় , নিরস্ত্র দলটি কীভাবে সশস্ত্র একটি বাহিনীকে আক্রমণ করতে পারে। ৫০ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল তুহিন মো. মাসুদ এ তথ্য জানান।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, রাতে রব্বানীসহ ৭/৮ জন গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৯/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সীমান্তের আনুমানিক ৫০০ গজ ওপারে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে রব্বানী নিহত হন। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়। নিহত রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ক্যাম্পেরহাট গ্রামের পশিরুলের ছেলে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী