X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আদমজী ইপিজেড এলাকায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১২:২০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৪:৩২

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ (ছবি: ফোকাস বাংলা)

বকেয়া বেতন পরিশোধ না করায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টসের শ্রমিকরা নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে দুই ঘণ্টারও বেশি সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এ সময় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন ও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, সম্প্রতি প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর হয়। কুয়েতি একটি কোম্পানি প্রতিষ্ঠানটির মালিকানা বুঝে নিয়েছে। এর পর কারখানার পুরাতন ১২০ জনের মতো শ্রমিককে ছাঁটাই করা হয়। শ্রম আইন অনুযায়ী আজ তাদের বকেয়া পরিশোধের কথা ছিল। তবে সকালে এসে তারা জানতে পারেন নভেম্বরে তাদের বকেয়া পরিশোধ করা হবে। এর পরেই সকাল ৭টার দিকে আদমজী ইপিজেডের সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন। এ সময় সকাল ৮টার দিকে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সকাল ৯টার দিকে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ তাদের টিয়ারশেল ছুড়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। 

বিক্ষুব্ধ শ্রমিকরা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় (ছবি: ফোকাস বাংলা) এদিকে পুলিশ-শ্রমিক সংঘর্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী কর্মজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।

শিল্প পুলিশের নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সোয়াদ গার্মেন্টসটি কুয়েতি এক কোম্পানি কিনে নিয়েছে। কিন্তু হস্তানন্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আজ শ্রমিকদের বকেয়া দেওয়া সম্ভব হয়নি। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। আগামী ২০ নভেম্বর শ্রমিকদের পাওনা পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের