X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়ায় পরিণত হয়েছে: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৮:৫১আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৯:০৩

 
কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাভোকেট কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়ায় পরিণত হয়েছে। তাদের দলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুজনেই এখন দণ্ডিত। একজন কারাগারে আছেন আর অন্যজন লন্ডনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে অবস্থান করছেন। এটা গণতন্ত্রের জন্য খুবই দুঃখজনক।

তিনি সোমবার (২২ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ঐক্য ফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কিন্তু ড. কামাল-মান্নারা দুর্নীতিবাজ বিএনপির হাতে হাত মিলিয়ে গভীর ষড়যন্ত্র করছেন। বিএনপি সময়মতোই নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। ২০১৪-২০১৫ সালে তারা দেশব্যাপী যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তা আর কখনোই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না ।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত। ষড়যন্ত্র করার জন্যই তারা ড. কামাল-মান্নাদের সঙ্গে ঐক্য করেছে। যতই তারা ঐক্যের কথা বলুক, সেটা খুনিদের ঐক্য, ষড়যন্ত্রকারীদের ঐক্য। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের মদতে তারা ঐক্য করেছে। কিন্ত তারা কখনোই সফল হবে না।আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীর এজন্টরা এদেশে ষড়যন্ত্র করে পার পাবে না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ওইদিন গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করা হয়েছিল। আমরা ন্যায়বিচারের মাধ্যমে অপরাধীদের সাজা দিয়ে কলঙ্ক দূর করতে পেরেছি।’

খাদ্যমন্ত্রীর সঙ্গে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আযম খান বারকুর, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী আবু সিদ্দিক, আলতাফ হোসেন বিপ্লব, দফতর সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, শাহাদাৎ হোসেন প্রমুখ।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ নির্বাচনী  এলাকার কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি তার এই আসনের গত ১০ বছরের উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যতের আরও উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। আগামীতে নৌকা প্রতীকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করে এই আসনে তার উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে সহযোগিতা করতে তিনি  জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা