X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাসে তল্লাশির সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কনস্টেবল আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৫:৫৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:১১

সন্ত্রাসীদের গুলিতে আহত পুলিশ কনস্টেবল সোহেল মিয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা মুন্সীখোলা চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ‘গুলিবিদ্ধ কনস্টেবল সোহেল মিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুঁড়লেও সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।’ সন্ত্রাসীদের গুলিতে আহত পুলিশ কনস্টেবল সোহেল মিয়া

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ‘দুপুর ১২টার দিকে পাগলা মুন্সীখোলা এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলমের নেতৃত্বে নায়েক আবু হানিফ, কনস্টেবল সোহেল মিয়া ও বাবুল মিয়া।  তারা বিভিন্ন যানবাহনে  তল্লালি চালাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে বোরাক পরিবহনের একটি বাসকে তল্লাশির জন্য থামানো হয়। পুলিশ কনস্টেবল সোহেল মিয়া বাসে উঠে তল্লাশি চালানোর সময় বাসের যাত্রী অস্ত্র বের করে গুলি করার চেষ্টা করে। এসময় কনস্টেবল বাবুল মিয়া গেটে দাঁড়ানো ছিল। গাড়িতে প্রচুর দাঁড়ানো যাত্রী ছিল। এসময় কনস্টেবল সোহেল ও সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ধস্তাধস্তি করে অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে ওই সন্ত্রাসী গুলি ছোঁড়ে। ওই গুলি সোহেল মিয়ার বাঁ পায়ের উরুতে গিয়ে লাগে। সন্ত্রাসীরা গাড়ি থেকে নিচে নেমে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে নিচে আগে থেকে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এসময় পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লেও কাউকে আটক করতে পারেনি।’ নারায়ণগঞ্জ ৩শ` শয্যা হাসপাতাল

নগরের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সারোয়ার হোসেন খান বলেন, ‘কনস্টেবল সোহেলের বাঁ পায়ের উরুতে ক্ষতচিহ্ন রয়েছে। যেটি দেখতে গুলির চিহ্নের মতো মনে হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ধারণা করা হচ্ছে গুলিটি উরুর ভেতরেই রয়েছে।’

মোহাম্মদ মনিরুল ইসলাম আরও জানান, ‘আমাদের ধারণা, সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা ওই সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে নগরের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা