X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ কাল, প্রচারণায় বাধার অভিযোগ

সিলেট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৭:৫৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:০৩

+ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থলে চলছে প্রস্তুতি সিলেটে সমাবেশ ও হজরত শাহজালালের (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশকে সফল করার জন্য ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সিলেট বিএনপি। সমাবেশে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটাতে সিলেটের বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলার দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সমাবেশের প্রচারণায় বাধার অভিযোগ তুলেছেন ঐক্যফ্রন্ট নেতারা।

আগামীকাল বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্টারি মাঠে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে ঐক্যফ্রন্ট। সমাবেশ সফল করার জন্য আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিএনপিসহ ঐক্যফ্রন্টের অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে বিকালের দিকে সিলেট আসছেন ড. কামাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা।

বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে, সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদের সভাপতি আ.স.ম. আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মিন্টু, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুরসহ কেন্দ্রীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ নেতারা।

এদিকে, পুলিশের পাহারায় সিলেটের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থলে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ তৈরির পাশাপাশি চলছে প্যান্ডেল তৈরির কাজ। তবে নেতারা অভিযোগ করেছেন, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে নগরে মাইকিং করা শুরু হলেও পুলিশ তাতে বাধা দিচ্ছে। এমনকি মাইকিং করার গাড়িগুলোও থানায় ধরে নিয়ে যাচ্ছে পুলিশ- এমন অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি বলেন, ‘এতেই বোঝা যায় পুলিশ আমাদের সমাবেশ বাধাগ্রস্ত করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা আশঙ্কা করছি, আগামীকাল বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা আসার সময় পুলিশ ধরপাকড় করবে।’

বিএনপির এই নেতা আরও জানান, ‘পুলিশ আমাদের সমাবেশ করার জন্য ১৪টি শর্ত দিয়েছে। আমরা তা মেনে নিয়েছি সমাবেশের স্বার্থে। কিন্তু তাতেও পুলিশের মন শান্ত হচ্ছে না। আমাদের নেতাকর্মীদের ইতোমধ্যে পুলিশের নির্দেশনাগুলো জানিয়ে দেওয়া হয়েছে।’

সিলেট কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তগীর জানান, ‘পুলিশের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে তারা নগরে কোনও ধরনের মাইকিং করতে পারবে না। যদি মাইকিংয়ের প্রয়োজন হয় তাহলে তারা উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে মাইকিং করতে পারবেন। তারা শর্ত না মেনে মাইকিং করছেন। তাই পুলিশ অভিযান চালিয়ে মাইকিং করার যানবাহন ধরে নিয়ে আসছে।’

সমাবেশের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আজ মঙ্গলবার থেকে সমাবেশের আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাক পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন- 

সিলেটে সমাবেশের অনুমতি পেলো ঐক্যফ্রন্ট

২ নভেম্বর রাজশাহীতে সমাবেশ করতে চায় ঐক্যফ্রন্ট

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!