X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চারজনের লাশ উদ্ধার: হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৮:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০১:৩৭

স্বজনদের আহাজারি নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারজনকে গুলি করে হত্যার ঘটনায় গত ৪৮ ঘণ্টায়ও এর কারণ ও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। কী কারণে কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশের দায়ের করা দুটি মামলার তদন্তে কোনও অগ্রগতি নেই। পুলিশও নিহতদের নামে থানায় মামলা ছিল কিনা এ বিষয়েও কোনও তথ্য দিতে পারেনি।

অন্যদিকে পরিবারের দাবি, ডিবি পুলিশ পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। এখনও লিটন নামে একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে তার পরিবার জানান।

নিহতদের পরিবারের অভিযোগ অস্বীকার করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশ সেখানে কোনও অভিযান চালায়নি এবং তাদের আটকও করেনি।’

এ বিষয়ে তিনি আরও জানান, গুলিবিদ্ধ চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়াটি অস্ত্রটি পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। নিহতদের অতীত অপরাধের কোনও রেকর্ড রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনও সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে অথবা কোনও সন্ত্রাসী গ্রুপ তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এই হত্যার ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।

নিহত ফারুক হোসেনের স্ত্রী তাসলিমা বেগম সোমবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে স্বামীর লাশ শনাক্ত করে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ভাড়া বাসা থেকে ফারুক হোসেন, ভাগিনা সবুজ সরদার, জহিরুল ইসলাম ও লিটনকে তুলে নিয়ে যায়। পরের দিন ভুলতা ফাঁড়িতে তিনি তাদের সঙ্গে দেখা করেন এবং রান্না করা খাবার দিয়ে আসেন। তিনি ভুলতা ফাঁড়িতে চারজনকে দেখেছেন বলে জানান।

তবে ফারুক হোসেনের স্ত্রীর অভিযোগ অস্বীকার করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘ওই নারীর বক্তব্য সঠিক নয়। কারণ, জেলা গোয়েন্দা পুলিশ বা জেলা পুলিশের কোনও টিম এমন কোনও অভিযান চালায়নি। আর ভুলতা ফাঁড়িতে রাখার তো প্রশ্নই ওঠে না।

ফারুক হোসেনের স্ত্রী তাসলিমা বেগম জানান, তিনজনের লাশ পাওয়া গেলেও লিটন এখনো নিখোঁজ রয়েছে। তার কোনও সন্ধান মিলেনি।

উল্লেখ্য, গত রবিবার ভোরে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশ থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিভর্তি দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে মাইক্রোবাস চালক লুৎফর রহমান মোল্লা, বাসচালক ফারুক হোসেন, বেকারি শ্রমিক জহিরুল ইসলাম ও সবুজ সরদারের লাশ শনাক্ত করেছে তাদের স্বজনরা। তবে লিটন এখনো নিখোঁজ রয়েছে।

ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, পেছন থেকে শটগান দিয়ে গুলি করেই তাদের হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

নিহতদের পরিবারের দাবি, ফারুক হোসেন, লিটন, জহিরুল ইসলাম ও সবুজ সরদারকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’