X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৯:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:১৮

নারায়ণগঞ্জের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় ঘটে এ ঘটনা।

পুলিশ ও শ্রমিকরা জানায়, রূপগঞ্জের বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার ডাইং, নিটিং, প্রসেসিং ও প্রিন্টিং সেকশনে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত। শ্রমিকদের গত মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতি মাসের ১০ তারিখে মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও সেপ্টেম্বর মাসের বেতন এ মাসের ১০ তারিখে না দিয়ে মালিক পক্ষ গড়িমসি শুরু করে। সর্বশেষ মঙ্গলবার সকালে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে সোমবার বিকেলে মালিক পক্ষ থেকে শ্রমিকদের জানানো হয়। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় গিয়ে জানতে পারে আজ (মঙ্গলবার) তাদের বেতন দেওয়া হবে না। এতে ক্ষিপ্ত হয়ে তারা কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। একপর্যাযে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। বকেয়া বেতনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে তারা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বিভিন্ন যানবাহন ও যাত্রীরা। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে জেলা শিল্প পুলিশের এসপি জাহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জ জোনের এসপি জাহিদুল ইসলাম জানান, শ্রমিকদের গত সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। আজ শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিক পক্ষ থেকে জানানো হয় আজ বেতন হচ্ছে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে। পরে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আজই বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এসপি গার্মেন্টে অবস্থান করছেন। গার্মেন্টের এমডি টাকা তোলার জন্য ব্যাংকে অবস্থান করছেন। ব্যাংক থেকে টাকা নিয়ে এলেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান তিনি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!