X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাফরুল্লাহর হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসকে ২৫ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ২৩:০৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০০:১৫

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নিয়মবহির্ভূতভাবে হাসপাতাল পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অপারেশনের ইনজেকশন সংরক্ষণ, অনিয়মের মাধ্যমে ওষুধ উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ফার্মাসিউটিক্যালসের অ্যান্টিবায়োটিক বিভাগটি বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত দশটার দিকে অভিযান শেষে ফার্মাসিউটিক্যালসের সামনে অনুষ্ঠিত বিফ্রিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সারোয়ার আলম।

র‌্যাব সূত্র জানায়, সন্ধ্যার দিকে স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন ও সাভার উপজেলা কর্মকর্তাদের নিয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে এক যোগে অভিযান পরিচালনা করা হয়।

সূত্র আরও জানায়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল উপকরণ ও ওষুধ সংরক্ষণ, নোংরা পরিবেশে চিকিৎসা সেবা প্রদান এবং হাসপাতালের অনুমোদন না থাকার কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মাসিউটিক্যালসের কিউসি ল্যাব থেকে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, কাঁচামাল, ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার কথা থাকলেও তা না মানায় ওষুধের গুণ নষ্ট হচ্ছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে অ্যান্টিবায়োটিক উৎপাদন বিভাগটি বন্ধসহ ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, গত কয়েক মাস যাবৎ সাভারের বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ওই হাসপাতালকে আগামী এক মাসের মধ্যে অনুমোদন নেওয়াসহ তাদের বিভিন্ন অনিয়ম বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রোডাকশন ম্যানেজার নিথিশ সরকার বলেন, অভিযানের মধ্য দিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়টি আমরা বুঝতে পেরেছি। ভবিষ্যতে নিয়ম মেনেই সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

অভিযানকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, মেডিক্যাল বোর্ড অ্যান্ড প্রাইভেট ক্লিনিক হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের মেডিক্যাল অফিসার দেওয়ান মো. মেহেদি হাসান ও ঔষধ প্রশাসন অধিদফতরের পরিদর্শক নাহিদ আল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধূরীর নামে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে গত (২১ অক্টোবর) রবিবার রাতে সেলিম আহম্মেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। একই অভিযোগে গত (১৯ অক্টোবর) রাতে হাসান ইমাম ও (১৫ অক্টোবর) রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল