X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইভিএমে ভোট গ্রহণ সুবিধাজনক: ইসি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০১৮, ২১:১৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২১:১৩

খুলনায় ইভিএম মেলায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে কোথাও কোথাও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। এই প্রথম জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হতে যাচ্ছে , তাই এ পদ্ধতির সঙ্গে ভোটারদের পরিচয় করাতে শনিবার (২৭ অক্টোবর) দেশের ৮টি অঞ্চলে ইভিএমের মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনীর অনুষ্ঠান করে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে কমিশনাররা- ইভিএম ব্যবহারে ভোট কারচুপি না হওয়া, সময়ের অপচয় রোধ ও পরিবেশ বান্ধবসহ নানা ইতিবাচক দিক তুলে ধরেন। নির্বাচনের সময় কোনও দুষ্ট লোক ইভিএমের ক্ষতি করতে চাইলে তাদের প্রতিহত করারও প্রতিশ্রুতি দেন কমিশনাররা। এসময় স্থানীয়রা পরীক্ষামূলকবাবে ইভিএমে ভোট দেন। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো:       

খুলনা প্রতিনিধি

‘দুষ্ট লোক ইভিএমের ক্ষতি করার চেষ্টা করবে, আমাদের কাজ হবে প্রতিহত করা’



শনিবার (২৭ অক্টোবর) বেলা সোড়ে ১১টায় খুলনায় মহানগরীর পাবলিক হল (জিয়া হল) চত্বরে ইভিএম প্রদর্শনী মেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। এসময় তিনি বলেন, ‘নির্বাচন পদ্ধতিতে আমাদের দেশে কী না হয়। সে অবস্থার উন্নতির লক্ষ্যে এই ইভিএম। যা সবার সহযোগিতায় চালু হবে। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে। বিভিন্ন মাধ্যমে জনতাকে বোঝানোর পরই এ ইভিএম চালু হবে। দুষ্ট লোক এ সিস্টেমে ঢুকে ক্ষতি করতে চেষ্টা করবে। প্রশাসনের কাজ হবে সেটা প্রতিহত করা। সেভাবে জনবল গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘ইভিএম গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। ইভিএম ক্ষতিকর কোনও পদ্ধতি নয়। বরং সময় ও অর্থ সাশ্রয়ী। ভোটারদের সচেতনতা জরুরি।’

খুলনায় ইভিএম মেলা

খুলনায় ইভিএম মেলায় সভাপতিত্ব করেন- খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সেখানে আরও উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। নির্বাচন কমিশনের আয়োজনে এ মেলায় ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। খুলনায় ইভিএম মেলা

মহানগরীর ১৮, ১৯ ও ২১নং ওয়ার্ডের চারটি এলাকার ৭ হাজার ৩৯ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ ছিল। ভোট গ্রহণের জন্য ১৪টি কক্ষ খোলা হয়েছিল। মেশিন ছিল ১৫ সেট ও স্টল ১২টি। 

 

সিলেট প্রতিনিধি

‘ইভিএমে সময়ের অপচয় হয় না’

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করলে সময়ের অপচয় হয় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘জাল ভোট, কেন্দ্র দখল করা, এবং রাত জেগে কেন্দ্র পাহারা দেওয়ার মতো অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইভিএম এর বিকল্প নেই। এ পদ্ধতিতে ভোটের ফল জানার জন্য অপেক্ষা করতে হয় না। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফল জানা যায়। ফলে সময়ের অপচয় হয় না।’

শনিবার (২৭ অক্টোবর) সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইভিএম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এই প্রদর্শনীর আয়োজন করে জেলা নির্বাচন কমিশন অফিস। 

সিলেটে ইভিএম প্রদর্শনীতে পরীক্ষামূলক ভোট দেন স্থানীয়রা মোখলেসুর রহমান বলেন, ‘রংপুরে ইভিএমের মাধ্যমে ভোট নিয়ে মাত্র ১৩ মিনিটের মাথায় রেজাল্ট দেওয়া হয়েছে। এটি এমন একটি মেশিন যেখানে প্রত্যেক ভোটারের আঙুলের ছাপ কন্ট্রোল ইউনিটে সেভ করা থাকবে। নিজ নিজ এলাকার ভোটাররা ভোট দিতে পারবেন। অন্য কোনও এলাকার মানুষ কোনোভাবেই ভোট দিতে পারবেন না।’

নির্বাচন কমশিনের অতিরিক্ত সচিব বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সীমিত আকারে এটি ব্যবহার করা হবে। ইভিএম সিস্টেমে অন্য কোনও মেশিনের দ্বারা ভোট নষ্ট করা যাবে না। ইভিএম কেউ চুরি কিংবা ভোটের সময় ডাকাতি করে নিয়ে গেলেও কোনও কাজে আসবে না। এতে একটি পিন দেওয়া থাকবে। যে পিন শুধু জানা থাকবে প্রিজাইডিং অফিসারের।’

ইভিএম প্রদর্শনীতে দেখা যায়, নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরীক্ষামূলকভাবে ইভিএম’ এর মাধ্যেমে ভোট দেন। ডেমো ভোটের জন্য প্রদর্শনীতে ১০টি ইভিএম রাখা হয়। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষসহ ছয়টি স্টল থেকে সাধারণ মানুষকে ইভিএম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ইভিএম মেশিন সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে ইভিএম সম্পর্কে জানতে জেলার গোয়াইনঘাট উপজেলা থেকে আসেন শিক্ষক জালাল উদ্দিন। তিনি ইভিএমে ভোট দেওয়ার পর জানান, ইভিএমে ভোট দিতে সময় লাগে না। লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকে না। গিয়েই ভোট দিয়ে আসা যায়।

মোবাইল ফোনে এসএমএস পেয়ে ইভিএম প্রদর্শনীতে নগরের কানিশাইল এলাকা থেকে আসেন ব্যবসায়ী হারিছ আহমদ। তিনি জানান, ইভিএম দেখে ভালো লেগেছে। এই মেশিনে ভোট দিতে ঝামেলা নেই। খুব সহজেই ভোট দেওয়া যাবে। এটা আরও আগে আনা উচিত ছিলো।

সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিলেটের ইভিএম প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণি-পেশার অনেক লোকজন ডেমো মেশিন সম্পর্কে ধারণা নিয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য ১০টি মেশিন রাখা হয় প্রদর্শনীতে। এছাড়াও ছয়টি স্টল দেওয়া হয়। আগতদের মাঝে ইভিএম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য প্রচারপত্রও দেওয়া হয়।

 

ময়মনসিংহ প্রতিনিধি

‘ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই’

ময়মনসিংহ মহানগরীর টাউন হল চত্ত্বরে শনিবার (২৭ অক্টোবর) দুপুরে ইভিএম প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। মেলার উদ্বোধন শেষে তিনি বলেন,‘জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচনে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার করা হলে ভোট কারচুপির কোনও সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির এ যুগে নতুন পদ্ধতি ইভিএম সংযোজন করা হয়েছে। ভোটাররা আঙুলের ছাপ ব্যবহার করে ভোট দেওয়ার কারণে কোনওভাবেই ভোট কারচুপির সুযোগ থাকবে না। ’ স্বচ্ছ এবং সুষ্ঠু ভোটের জন্য ইভিএম কার্যকরী ভূমিকা রাখবে বলেন তিনি জানান।

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আঞলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক লোকমান হোসেন প্রমুখ। মেলায় ১০টি স্টল জায়গা পায়। ইভিএম প্রদর্শনীতে মহানগরীর প্রায় সাড়ে চার হাজার ভোটার ভোটে দেন।

ময়মনসিংহে ইভিএম মেলা ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মেলায় ছিল উপচেপড়া ভিড়। ভোটার আশফাক হোসেন বলেন, ‘ইভিএম নিয়ে আমাদের মনে যে সংশয় ছিল, তা ডেমো ভোট দেওয়ার পর কেটে গেছে। বায়োমেট্রিক পদ্ধতি সংযোজন থাকায় ইভিএমে ভোট কারচুপি করাও কঠিন হবে।

ইভিএম প্রদর্শনী মেলার স্টলের কম্পিউটার অপারেটর মো. আব্দুল ওয়াহাব জানান, ইভিএমের মাধ্যমে ভোট দিতে হলে ভোটার নম্বর কিংবা জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। এর যে কোনও নম্বর ইভিএম মেশিনের প্রধান অংশ কন্ট্রোল ইউনিটে প্রবেশ করানোর পর দ্বিতীয় অংশ দিয়ে ব্যালট ইউনিটের প্রতীক নির্বাচন করে বাটন চাপার পর কনফারম বাটন চাপতে হবে।

তিনি আরও বলেন, ‘আগে যেখানে একটি ভোট দিতে ৫ মিনিট সময় লাগতো, ইভিএম ব্যবহারে ভোট দিতে সর্বোচ্চ ২ মিনিট লাগবে।’ এই হিসেবে সময় সাশ্রয় হবে। এছাড়া ভোটারও খুব সহজেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান তিনি। 

 

রাজশাহী প্রতিনিধি

‘পরিবেশ রক্ষায় ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত’

পরিবেশ রক্ষায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দেশের গাছ ও পরিবেশ রক্ষায় আমরা কাগজের ব্যবহার কমাতে চাই। আর সে কারণেই ব্যালটের পরিবর্তে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। বাস্তবতা আমাদের ভোট গ্রহণের ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতি বেছে নিতে বাধ্য করেছে। তাই অযথা ইভিএমের বিরোধীতা করবেন না। যদি এটি ব্যবহার না করার পক্ষে যুক্তিসঙ্গত কোনও ব্যাখ্যা থাকে তাহলে তা দেন।’

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে শনিবার (২৭ অক্টোবর) দুপুরে দিনব্যাপী ইভিএম প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইভিএম মেলায় ভোট দেওয়া দেখছেন অতিথিরা রফিকুল ইসলাম বলেন, ‘একটি নির্বাচনে আপনারা কয়েকটা কাগজের ব্যালট পেপার দেখেন। আর আমরা নির্বাচন কমিশনে টন টন কাগজ দেখি। আপনারা বিশ্বাস করতে পারবেন না একটা নির্বাচনে এই কাগজের কাঁচামাল সংগ্রহের জন্য কত বন উজাড় করা হয়। আমরা দেশের গাছ শূন্য করতে চাই না। পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইভিএম মেশিন ব্যবহার করতে চাই। তাই ইভিএম নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে আমাদের কাছে বলুন। না জেনে কথা কিংবা লেখালেখি করেবেন না।

নির্বাচন কমিশনার বলেন, ‘এর আগে অনেক জায়গায় সমস্যা দেখা দিয়েছিল। সেগুলো চিহ্নত করে সমাধান করে উন্নতমানের প্রযুক্তিসম্পন্ন ইভিএম মেশিন নিয়ে আসা হয়েছে। এই মেশিনে হ্যাক্ড করার সুযোগ নেই। তাই ভোট ডাকাতি বা ছিনতাই করার সম্ভাবনা নেই।

ইভিএম মেলা এই প্রদর্শন মেলায় কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিকে দেখা যায়নি। এ ব্যাপারে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকেছিলাম। কিন্তু রাজনৈতিক কারণে তারা থাকেননি। এখানে জোর করে কাউকে ধরে আনার ক্ষমতা আমাদের নেই। আমার কাছে রাজনৈতিক দলের প্রার্থীর চেয়ে সবার আগে ভোটার। ভোটারের সন্তুষ্টি অর্জন করতে পারলেই রাজনৈতিক দলের সন্তুষ্টি অর্জিত হবে বলে আমি মনে করি।’

এবারের জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। তবে সীমিত আকারে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেবো। কারণ, আইনের প্রভিশন তৈরি করতে হবে। আর এই আইন নির্বাচন কমিশন করতে পারে না। করবে সংসদ সদস্য ও রাষ্ট্রপতি।’

ইভিএম মেলায় উপস্থিত অতিথিরা জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএম ব্যবহারের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিবিন্ধত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দল ইভিএম এর বিরোধিতা করেছে। তবে সিটিসহ অন্যান্য নির্বাচনে ইভিএম মেশিনে ওই দলগুলো দলীয় প্রতীকে নির্বাচন করেছে।’

জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, ‘এটি চাঁদের মতো। যদি উঠে ও ঘোষণা হয় সবাই জানতে পারবেন। কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

নির্বাচন কমিশনার বলেন, ‘দেশের বাস্তবতা তাদের যান্ত্রিক দিকে এগিয়ে যেতে বাধ্য করেছে। ইভিএম ব্যবহারে ভোটের ফল যেমন দ্রুত ঘোষণা করা যাবে, তেমনি এই মেশিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের স্বাচ্ছন্দ এনে দেবে। একজনের ভোট অন্যজন দেওয়ার কোনও সুযোগ পাবে না।’

বেলুন উড়েয় ইভিএম মেলার উদ্বাধন করা হয় রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের কথা চিন্তা করে ইভিএমের ব্যবহার করা হবে। কিন্তু আপনারা যদি এটাকে গ্রহণযোগ্য না বলেন, তাহলে ব্যবহার করা হবে না। আপনারা পরীক্ষা করে দেখুন, ইভিএমের সঙ্গে ইন্টারনেট সংযুক্ত কি-না। যেহেতু ইন্টারনেটের সঙ্গে এটি সংযুক্ত নয়, তাই এটি হ্যাক করা যাবে না। আগে থেকে ভোট দিয়ে রাখার কোনও সুযোগ নেই। আপনারা কোনও ত্রুটি প্রমাণ করতে পারলে এটি প্রত্যাহার করা হবে।’ ইভিএম নিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সত্যিকার অর্থে সুষ্ঠু ব্যবস্থাকেই আমরা আনতে চাই।’

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবিরের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আমিনুল ইসলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিনুল ইসলাম ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ইভিএম প্রদর্শনী ঘুরে দেখেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের চত্বরে আয়োজিত এই প্রদর্শনীতে ছয়টি বুথে ইভিএম মেশিনে ডেমো ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। সেখানে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ইভিএম মেশিনে ঢুকিয়ে এবং আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার পদ্ধতি শেখেন।

রংপুর প্রতিনিধি

আরপিও সংশোধন হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে: কবিতা খানম

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন,  গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করা হলে জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শনিবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর জেলা পরিষদ অডিটরিয়ামে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  ‘মোবাইল ফোন তো একজন অশিক্ষিত মানুষও ব্যবহার করছেন।  প্রযুক্তি কেন আমরা ব্যবহার করবো না? সারাবিশ্ব প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো কেন।’

ইসি কবিতা খানম বলেন, ‘এর আগে সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। তখন কোনও জায়গা থেকে আমরা কোনও অভিযোগ পাইনি। ইভিএম ব্যবহার করলে বিশাল অংকের টাকা যেমন সাশ্রয় হবে তেমনি জনবল অনেক কম লাগবে।’

ইভিএম প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসি কবিতা খানম

তিনি আরও বলেন,  ‘ইভিএমের মাধ্যমে এক ব্যক্তির দু’বার ভোট দেওয়ার কোনও সুযোগ নেই। ভোট ডাকাতি কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনও সুযোগ থাকবে না। ভোটার যে প্রার্থীকে ভোট দেবে সেটা তার পছন্দের প্রার্থীকে দিল কিনা সেটা সে দেখতে পারবে। সেইসঙ্গে ভোট শেষ হওয়ার ৫ মিনিটেই ফল ঘোষণা করা যাবে।’

এসময় বিভাগীয় কমিশনার জয়নুল বারী ডিআইজি দেবদাস ভট্টাচার্য রংপুর মেট্রোপলিটান কমিশনার আব্দুল আলীম মাহমুদ পুলিশ সুপার মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

‘ইভিএমে ভোট দেওয়া-নেওয়া সহজ, মেশিন চুরি হয়ে গেলে সমস্যা’

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব খোন্দকার মিজানুর রহমান বলেছেন, ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট প্রদর্শনীর মাধ্যমে ভোটারদের ভুল ধারণাগুলো দূর হবে। দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার লক্ষ্যে ইভিএম ব্যবহারের বিকল্প নেই। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া যেমন সহজ, ঠিক নেওয়াও তেমন সহজ। তবে কোনও দুষ্ট লোক মেশিনটি চুরি করে নিয়ে গেলেও ভোট দিতে পারবে না।’ শনিবার (২৭ অক্টোবর) কুমিল্লার টাউন হল মাঠে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ৬টি জেলাকে নিয়ে দিনব্যাপী ইভিএম মেলায় তিনি এসব কথা বলেন। 

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার মিজানুর রহমান। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। ইভিএমে ভোট প্রদর্শনীতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মিজানুর রহমান আরও বলেন, ‘ইভিএমে জাল ভোট দেওয়া যেমন সম্ভব নয়, তেমনি নির্দিষ্ট সময়ের আগে ভোট দেওয়াও সম্ভব নয়। আশা করি এই ইভিএম ব্যবহারের মাধ্যমে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হবে।’




কুমিল্লায় ইভিএম মেলা

বেলুন ও পায়রা উড়িয়ে ইভিএম প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে টাউন হল অডিটরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক আজিজুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক মো. শাহেদুন্নবী চৌধুরী।  স্বাগত বক্তব্য রাখেন- কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এছাড়া ইভিএম সম্পর্কিত বিশেষ উপস্থাপনা করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন ও কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট প্রদান প্রদর্শনী ঘুরে দেখন। 

 





 

 






/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ