X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজার-১ আসন পেতে মরিয়া আ. লীগ

আবদুল আজিজ, কক্সবাজার
৩০ অক্টোবর ২০১৮, ১২:৪৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৯:১৬

কক্সবজারা-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কক্সবাজার-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। এই আসনটি পেতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগের ডজনেরও বেশি মনোনয়ন প্রত্যাশী। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়াম্যান জাফর আলম। আর বিএনপির প্রার্থী নির্বাচন নির্ভর করছে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রীর ওপর। শোনা যাচ্ছে সম্প্রতি শিলং আদালত থেকে খালাস পাওয়ায় সালাউদ্দিন আহমদ নিজেই প্রার্থী হতে পারেন এ আসনে। থেমে নেই জাতীয় পার্টিও। গতবারের মতো এই আসনে তারা মহাজোট সরকারের সঙ্গে ভাগাভাগি করতে চান।

কক্সবাজার-১ আসনটি চকরিয়া-পেকুয়ার ২৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসন থেকে ১৯৯১ সালে জামায়াত প্রার্থী এনামুল হক মঞ্জু এবং ১৯৯৬ ও ২০০১ সালে সালাউদ্দিন আহমদ নির্বাচিত হন। ২০০৮ সালে এসে বিএনপির প্রার্থী ও সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ নির্বাচিত হন। একইভাবে মহাজোট সরকারের আসন ভাগাভাগিতে ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হাজি মোহাম্মদ ইলিয়াছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

স্বাধীনতার আগে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও সাতকানিয়ার কোনও না কোনও থানার সঙ্গে চকরিয়াকে একিভূত করে সংসদ নির্বাচন হলেও স্বাধীনতার পর থেকে বৃহত্তর চকরিয়ায়কে কক্সবাজার-১ আসন নির্ধারণ করা হয়। ২০০২ সালে থেকে চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত এই আসনটিতে নির্বাচন হয়ে আসছে।

ওয়ান ইলেভেন সরকারের আমল থেকে চকরিয়া-পেকুয়ায় বিএনপির নেতাকর্মীরা মাঝেমধ্যে দলীয় সভা-সামবেশ করলেও নির্বাচন কেন্দ্রীক কোনও কার্যক্রম নিয়ে এখনও মাঠে নামেননি। তবে,বিএনপির একাধিক সূত্র বর্তমানে ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন শিলং আদালত থেকে বেকসুর খালাস পাওয়ায় বিএনপির মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিবেশ প্রতিকূলে থাকলে সালাউদ্দিন আহমেদ নিজেই প্রার্থী হতে পারেন। ১৯৯১ সালে কক্সবাজার-১ আসনে জামায়াতে ইসলামের অধ্যাপক এনামুল হক মঞ্জু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তারা জোটে অন্তর্ভুক্ত হলে মনোনয়ন না পাওয়ায় আর কোনও নির্বাচনে অংশ নেননি। 

জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিষিদ্ধ হওয়ার পরও এই দলটির নেতা-কর্মীরা থেমে থাকেনি। তারা চুপিসারে কর্মী সংগ্রহসহ দলীয় কর্মকাণ্ড চালিয়ে যায়। বিশেষ করে নারীদের জামায়াতে বেরাতে অত্যাধিক সক্রিয় রয়েছে দলটি। জামায়াতের নির্ভরযোগ্য সূত্র মতে, দলীয়ভাবে নির্বাচন করতে না পারলে সতন্ত্র প্রার্থী হবেন যেকোনও একজন। তবে, এর আগে ২০ দলীয় জোট থেকে জামায়াতের মনোনীত ব্যক্তিকে প্রার্থী করতে চেষ্টাও করা হবে বলে সুত্র জানায়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ গত সংসদ নির্বাচনে মহজোটের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে চকরিয়া-পেকুয়ায় নীরব জাপাকে সরব করতে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন ছাড়াও কর্মী বাড়াতে কাজ করছেন। বিএনপি নির্বাচনে অংশ নিলে ফের আওয়ামী লীগ মহাজোট ভিত্তিক প্রার্থী দেবে। সেক্ষেত্রে ইলিয়াছ ফের মনোনয়ন পেতে পারেন বলে জাতীয় পার্টির নেতাদের অভিমত।

আনোয়ার হোসেন মঞ্জুর দল জেপি’র প্রেসিডিয়াম সদস্য সালাহউদ্দিন মাহামুদ নিজেও মহাজোট থেকে প্রার্থী হতে যোগাযোগ রাখছেন বলে একাধিক সূত্র জানায়। তিনি উপজেলা চেয়ারম্যান, দু’বার সংসদ সদস্য ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।  

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন  কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব।

 
 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫