X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

খুলনা-১ আসনে আ. লীগে ৫ জন, বিএনপিতে একক প্রার্থী

খুলনা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ১০:৪৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১০:৪৬

খুলনা-১ আসনে আ. লীগে ৫ জন, বিএনপিতে একক প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-১ আসনে প্রচারণা শুরু হয়েছে কয়েক বছর আগেই। স্বঘোষিত প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন সভা-সমাবেশ এমনকি পরিচিত মহলেও নিজেদের প্রার্থী হিসেবে প্রচার করেছেন। দলীয় মনোনয়ন পেতেও তারা মরিয়া। এই প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থীও সরব। সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবেও পরিচিত।

খুলনা অঞ্চলের ভাঙন কবলিত বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় ৯৯ নম্বর (খুলনা ১) আসনে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে তৎপর রয়েছেন আওয়ামী লীগের ৫ জন। আর বিএনপির রয়েছে একক প্রার্থী। জাতীয় পার্টিরও একজন প্রচারণায় রয়েছেন।

খুলনা-১ আসনটিতে এবার ভোটের হিসেবে একটু পরিবর্তন এসেছে। এ আসনে এবার মুসলিম ভোটার সংখ্যা ৩০ হাজারেরও বেশি, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। খুলনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৫৩৭ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৩২৪ জন পুরুষ এবং ১ লাখ ২১ হাজার ২১৩ জন মহিলা ভোটার।

খুলনা-১ আসনে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহী রয়েছেন বর্তমান এমপি পঞ্চানন বিশ্বাস, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন এবং সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল। এছাড়ও আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপর রয়েছেন শ্রীমন্ত অধীকারী রাহুল, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরশাফুল আলম খান। এখানে বিএনপির একক প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে আমির এজাজ খান। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন।

১৯৯৬ সালের নির্বাচনে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন বর্তমান এমপি পঞ্চানন বিশ্বাস। এরপর তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামী লীগের মনোনয়ন পান দাকোপ উপজেলার ননী গোপাল মণ্ডল। তিনি ১ লাখ ২০ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হন। নানা অভিযোগের কারণে ২০১৪ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন পঞ্চানন বিশ্বাস। ২০১৪ সালের নির্বাচনে তিনি ৬৬ হাজার ৯০৪ ভোট পান। এ সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল।

বর্তমান ও সাবেক দুই এমপির প্রচারণার মধ্যে রয়েছেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল হোসেন। তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পর্যায়ে থেকে নেতৃত্ব দিয়েছি। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান হয়েছি। এগুলো নেতাকর্মীদের ভালোবাসার ফল। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে সংসদ নির্বাচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে চাই।’

ননী গোপাল মণ্ডল বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক আগে থেকেই রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ অপপ্রচার চালিয়ে আসছে। ২০১৪ সালের নির্বাচনের অনেক আগে থেকেই অপপ্রচার চালানো শুরু হয়, এখনও চলছে। আগামীতে সংসদ নির্বাচনে দলের মনোনয়ন যাতে না পাই সেই চেষ্টাও করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। কিন্তু মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হয়ে সে অপপ্রচারের জবাব দিতে চাই।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে আমির এজাজ খান বলেন, ‘আসন্ন নির্বাচনে বিএনপি বা বিএনপির সঙ্গে যুক্ত জোট অংশ নিলে আমি খুলনা-১ আসনের প্রার্থী হবো। বিগত দিনের ধারাবাহিকতায় আমিই এই আসনে নির্বাচনে প্রার্থী হবো। আর সে লক্ষ্য নিয়েই এলাকাবাসীর পাশে থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিগত ২টি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ব্যাপক সারা পেয়েছি। সে হিসেবে এবার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!