X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পায়ের ওপর পা তুলে বসার জের, চবিতে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

চবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ০৭:০৬আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০৭:০৭
image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনের বগিভিত্তিক দুই গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা শুরু হয় পায়ের ওপর পা তুলে বসাকে কেন্দ্র করে। পায়ের ওপর পা তুলে বসায় এক পক্ষ আরেক পক্ষের কর্মীকে চড় দেয়। এতে। পরে ভুক্তভোগীর পক্ষের কর্মীরা চড় দেওয়া পক্ষের নেতাকে মারধর করেন। সেই সূত্র শুরু হয় ক্যাম্পাসে ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে যোগ দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারীরাও।

বিবাদমান দুই গ্রুপ হলো, ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘ভার্সিটি এক্সপ্রেস’ (ভিএক্স) এবং ‘চুজ ফ্রেন্ড উইথ কেয়ার’ (সিএফসি)। এদের মধ্যে ‘ভিএক্স’ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন এবং ‘সিএফসি’ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেলের অনুসারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে কয়েকজন ভর্তি পরীক্ষার্থীকে নিয়ে বসেছিলেন চারুকলা বিভগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ‘ভিএক্স’ গ্রুপের কর্মী জহির রায়হান অভি। অভি পায়ের ওপর পা তুলে বসে থাকায় মিথুন পালিত ও পিয়াস সরকার তাকে বেশ কয়েকটা চড় দেন।

এর ঘন্টাখানেক পর মিথুন পালিতকে একা পেয়ে মারধর করে ভিএক্স গ্রুপের জুনিয়র কর্মীরা। আহত মিথুন পালিত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান নুরের অনুসারী এবং বগিভিত্তিক গ্রুপ ‘সিএফসির’ কর্মী । এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে পরে উভয় গ্রুপের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারীরাও যোগ দেয় ভিএক্স গ্রুপের পক্ষে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় ইট-পাটাকেল নিক্ষেপের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ব্যাপারে ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। পরে একজনকে একা পেয়ে জুনিয়ররা মারধর করেছে।’ ‘সিএফসি’ গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জামান নুর বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে জামাত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারীরা পরিকল্পিতভাবে আমাদের এক কর্মীকে মারধর করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তার হোসেনের ভাষ্য, ‘ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের ঝামেলা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ সন্ধ্যায় একজনের আহত হওয়ার কথাও নিশ্চিত করেন তিনি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট