X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বড়লেখা বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ০০:০৭আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ০০:১১

মৌলভীবাজার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বড়লেখা থানায় পুলিশের ওপর হামলার মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়। মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো.আব্দুল হাই চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১লা নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.আলী আহসানের আদালতে হাজির হন। তারা জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১০ নেতাকর্মী হলেন- বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ইকবাল হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লোকমান হোসেন বায়েছ, পৌর বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. সফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. রায়হান মুজিব ও আব্দুল মালিক, উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপার আহমদ।

বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পুলিশের ওপর হামলার কোনও ঘটনাই ঘটেনি। অথচ পুলিশ ঘটনাটি সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের আসামি করে মামলাটি করেছে।’

প্রসঙ্গত: গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ওই দিন সকাল সাড়ে ১১টায় বড়লেখা পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড় অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীদের অবরোধ সরাতে বলে। তখন তারা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ পুলিশের। এ ঘটনায় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বাদী হয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ