X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমার লজ্জা লাগে মাত্র ৩৪টি আসন নিয়ে আমরা সংসদে বিরোধী দল: এরশাদ

রংপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১০:০৬আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১০:২৯

জাতীয় পার্টির কর্মীসভায় এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশের মানুষ আর ৫ জানুয়ারির মতো নির্বাচন দেখতে চায় না। আমার লজ্জা লাগে মাত্র ৩৪টি আসন নিয়ে আমরা সংসদে বিরোধী দল, মানুষ আমাদের নিয়ে তাচ্ছিল্য করে।’ তিনি দুঃখ করে বলেন, ‘সংসদে প্রথম আসনটি আমার স্ত্রী রওশন এরশাদের, দুই নম্বর আসনটি আমার জন্য বরাদ্দ। এসব বিভিন্ন কারণে আমি জাতীয় সংসদে সব অধিবেশনে থাকি না, লজ্জা লাগে।’

বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলের জেলা ও মহানগর জাপার কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এরশাদ এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘এবার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন হবে না। তার পরেও নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন ব্যালট বাক্স ছিনতাই করে সিল মারতে না পারে সে জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচনে ভোট গ্রহণ শেষে ঢাকা থেকে ফল ঘোষণা করলে ফলাফল ভালো হবে না। ভোটের ফল ডিসি অফিস থেকে ঘোষণা করতে হবে।’

তিনি বলেন, ‘রংপুরের ৬টি আসন জাতীয় পার্টির ছিল। এর মধ্যে ২টি আসন বাদে ৪টি ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে আমাদের যে কোনও মূল্যে ৬টি আসন পুনরুদ্ধার করতে হবে। কারণ জনগণ জাতীয় পার্টির পক্ষে আছে।’

ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনও অবস্থাতেই এই সংলাপ সফল হবে না। কারণ তাদের অসাংবিধানিক দাবি প্রধানমন্ত্রী মেনে নেবেন না। ফলে সংলাপের পর বিএনপি ফ্রন্ট থেকে বেরিয়ে আসবে। যেহেতু বিএনপির অস্তিত্ব এখন চরম সংকটে, ফলে এখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া আর কোনও দল নির্বাচনের মাঠে থাকবে না।’ তিনি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের এবং ভোটারদের কাছে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানোর নির্দ্দেশ দেন।

এরশাদ বলেন, ‘খালেদা জিয়া চেয়েছিলেন আমাকে গ্রেফতার করার পর আমার লাশ যেন কারাগার থেকে বের হয়। আমি যেন বেঁচে না থাকি। কিন্তু মহান আল্লাহর কৃপায় আমি বেঁচে আছি। অথচ উনি এখন কোথায় দেশবাসি ভালোভাবে জানে।’ তিনি বলেন, ‘আমার মনে অনেক দুঃখ আছে। ১৪ বছর ৯ মাস পর আমার নামে মনজুর হত্যা মামলা দেওয়া হয়। ২৫ বছর ধরে সেই মামলায় আমি হাজিরা দিচ্ছি।’

সভায় রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘৯৬ সাল থেকে আজ অবধি আওয়ামী লীগ জাতীয় পার্টির সহায়তা নিয়ে ক্ষমতায় আছে। অথচ তারা আমাদের মূল্যায়ন করে না।’ তিনি এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘জাতীয় পার্টি যেন আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত না হয় সে দিকে দৃষ্টি দেবেন। আগামী নির্বাচনের জন্য আমাদের সব প্রস্তুতি আছে। যে কোনও অশুভ তৎপরতা কঠোরভাবে প্রতিরোধ করার জন্য দলের প্রতিটি নেতাকর্মী সদা প্রস্তুত।’

মহানগর জাপার সভাপতি সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম পাটোয়ারী , মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির , জাপা নেতা আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন , ডা. আক্কাছ আলী সরকার এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন- ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হবে: এরশাদ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা