X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ-৪ আসনের এমপি ও তার ভাইকে জেলা আ.লীগের কমিটি থেকে খারিজ

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৬:২৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৬:২৪

এমপি  

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী ও তার ভাই সাবেক পিপি অ্যাডভোকেট ফজলে আলীকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি থেকে খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভায় দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দলের গঠতন্ত্রের ২২ এর ‘ছ’ ধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হবে।

শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি’র সঞ্চালনায় সভায় আগামী নির্বাচনে জেলার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, হাজী মোহাম্মদ আলী আরব আলী, মোহাম্মদ আলী টিপু, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, শরীফ উল্লাহ, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য ও আব্দুল কাদির চৌধুরী।

সদস্যরা হলেন, সজীব আলী, অ্যাডভোকেট মনোয়ার আলী, অ্যাডভোকেট আফিল উদ্দিন, অ্যাডভোকেট কুতুব উদ্দিন শাহ, মো. আলমগীর খান, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রফিক আহমেদ, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও নজমুল হক।

পাশাপাশি নির্বাচনে দলীয় এজেন্ট এবং কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ৮ জন মাস্টার টেইনারের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন, অ্যাডভোকেট মনোয়ার আলী, অ্যাডভোকেট কুতুব উদ্দিন শাহ, তজম্মুল হক চৌধুরী, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও নজমুল হক।

সভার শুরুতে জেল হত্যায় নিহত নেতারা এবং সাম্প্রতিক সময় নিহত আওয়ামী লীগ নেতারা স্মরণে মোনাজাত পরিচালনা করা হয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান জানান, এমপি অ্যাডভোকেট মাহবুব আলী ও তার ভাই অ্যাডভোকেট ফজলে আলী বিগত ৫ বছর ধরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত হননি। দলের গঠনতন্ত্র অনুযায়ী পরপর ৩ সভায় না আসলেই সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। সেই অনুযায়ী তাদের খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আলমগীর খান জানান, একাধিক সভায় তাদের উপস্থিত না থাকার কারণে তাদের জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে খারিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 এ ব্যাপারে হবিগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমাকে অনেকে ফোনে করে জানিয়েছেন।’

তবে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি না হলেও তিনি জানান, যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রশ্ন করুন।

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!