X
শনিবার, ৩০ মার্চ ২০২৪
১৬ চৈত্র ১৪৩০

‘সংলাপে আমার দাবি হবে একটাই, কত আসন দেবেন’

জামালপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৯:২৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৪৫

বক্তব্য রাখছেন এইচ এম এরশাদ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘তারা সংলাপে গিয়েছিল অনেকগুলো দাবি নিয়ে। ফলে তা ব্যর্থ হয়েছে। আমাদের কোনও শর্ত নেই। জাতীয় পার্টি সংলাপে যাবে কোনও শর্ত ছাড়াই। আমার দাবি হবে একটাই, কত আসন দেবেন।’

শনিবার বিকাল ৪টায় জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চবিদ্যালয় মাঠে উপজলা জাতীয় পার্টি আয়োজিত  জনসভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমরা দেখবো, ক্ষমতায় যাওয়ার মতো আসন আমরা পাব কিনা, আমাদের দেখার ব্যাপার এটাই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিনা দোষে আমাকে ছয় বছর জেলে থাকতে হয়েছে। আর আপনি আদালতের মাধ্যমে ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। আপনি আর বের হতে পারবেন না। আপনার ছেলেও দেশে ফিরতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এদেশে এখন দু’টি দল– আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আমরা চাই, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক, যাতে মানুষ ভোট দিতে পারে।’

গুম-খুন-অশান্তির চিত্র তুলে ধরে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি আসবে।’

জনসভায় জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোস্তফা আল মাহমুদকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি।

ইসলামপুর উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে জনসভায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এম. এ সাত্তার, মেজর (অব.) মোহাম্মদ আখতার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ দলটির স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দস্যুদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা, ঈদের আগে ২৩ নাবিকের মুক্তির আশা
দস্যুদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা, ঈদের আগে ২৩ নাবিকের মুক্তির আশা
টিভিতে আজকের খেলা (৩০ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ মার্চ, ২০২৪)
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত পথে অবৈধভাবে আসছে ভারতীয় পণ্য
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত পথে অবৈধভাবে আসছে ভারতীয় পণ্য
বন্ধুকে ডেকে খুন! গ্রেফতার ৪
বন্ধুকে ডেকে খুন! গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’