X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ড হওয়ায় হবিগঞ্জ মুক্তিযোদ্ধারা আনন্দিত

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২০:২৯

যুদ্ধাপরাধী লিয়াকত আলি

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ডের রায়ে হবিগঞ্জের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সন্তোষ প্রকাশ করেছে। তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

জানা গেছে, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনীকে সঙ্গে নিয়ে জেলার লাখাই উপজেলার কৃষ্ণপুর, চন্ডিপুর, গদাইনগরসহ একাধিক গ্রামে হত্যা, ধর্ষণ ও লুটপাট চালায় রাজাকার লিয়াকত আলীসহ তার বাহিনীরা। এ ঘটনায় ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ১০১৬ সালের ১৮ জুন লিয়াকত আলী ও তার সহযোগী আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ ঘটনার পর তারা বিদেশে পালিয়ে গেছে। ঘটনার ৪৭ বছর পর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এর ফলে হবিগঞ্জের মুক্তিযোদ্ধারা আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেন। তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সহিদ জানিয়েছেন, আজকের রাজাকার লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ড হওয়ায় মুক্তিযোদ্ধাসহ এলাকার লোকজন অত্যন্ত খুশি হয়েছে।

তিনি বলেন,‘তারা দ্রুত সময় ধরে পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করে এনে রায় কার্যকর করতে হবে।’

হবিগঞ্জের ঘাতক দালাল নির্মল কমিটির সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন জানান, একাত্তরে রাজাকার লিয়াকতসহ তার লোকজন নিরীহ লোকজনকে হত্যা, লুটপাট ও ধর্ষন করেছে। লাখাইয়ের কৃষ্ণপুর গ্রামে এক সঙ্গে ব্রাশফায়ার করে ৪৩ জন নিরীহ লোককে হত্যা করেছে। তার মৃত্যুদণ্ড হওয়ায় আমরা লাখাইবাসী খুশি ও আনন্দিত।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা