X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দামুড়হুদা উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ১৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ০০:১০আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০০:১২

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আজিজুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দামুড়হুদা, সদর ও আলমডাঙ্গা উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৭ নভেম্বর) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতার অন্যরা হলেন- বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আহম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আমীর হোসেন, আব্দুল মালেক, জামায়াত নেতা মামুনুর রশীদ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদীন, আলমডাঙ্গা উপজেলার বিএনপির ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দীন, বিএনপিকর্মী জান মোহাম্মদ, জনি, এস এম সাইফুল ইসলাম, জামায়াতকর্মী রেজাউল করিম, ইসাহক আলী ও আসাদুল ইসলাম।

আলমডাঙ্গা থানার ওসি লুতফুল কবির জানান, উপজেলার কালিদাসপুর স্কুল মাঠে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। এসময় বিএনপি নেতা সেলিম ও ১১টি তাজা বোমাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দামুড়হুদা উপজেলা চত্বরে আনসার-ভিডিপির প্রোগ্রাম চলাকালে উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান তার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের নিয়ে নাশকতা পরিকল্পনা করছিল। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমানকে গ্রেফতার করে। কিছু লিফলেটও উদ্ধার করা হয়। বুধবার দুপুরে দামুড়হুদা থানায় তার নামে নাশকতা মামলা (নম্বর-১৫,তারিখ ৭-১১-২০১৮) দায়ের করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক প্রহসনের কারণে আমাদের দলের নেতাকর্মীদের আটক করা হয়েছে। বর্তমান সরকার আসন্ন নির্বাচনকে নিষ্কন্টক করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের ধর-পাকড় অভিযান অব্যাহত রেখেছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক