X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৮

জয়পুরহাট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ১০:৩৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১০:৪৬

জয়পুরহাট জয়পুরহাটের আরামনগর মহল্লার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। মুরগী ব্যবসায়ী মোমিন হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘটনাস্থলে তিন জন নিহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে এই পরিবারের দগ্ধ অন্য পাঁচ জনও মারা গেছেন। নিহতদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গৃহকর্তা মোমিন হোসেন (৪৫), স্ত্রী পরীনা বানু (৩০) তাদের চার সন্তান বৃষ্টি (১৪), হাসি(১২), খুশি(১২) ও তাইমুল ইসলাম নুর (৬) এবং মোমিনের বাবা দুলাল হোসেন (৬০) ও মা মোমেনা বেগম (৫২)।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রান্নাঘরের বৈদ্যুতিক রাইস কুকারের কানেকশনে শর্ট সার্কিট হয়। পরে সেখান থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির সদস্যদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দেয়াল ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। তখন ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনার বেশকিছু সময় পর ফায়ার সার্ভিসের দুটি টিম এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নেয়। এসময় ঘর থেকে মৃত অবস্থায় মোমিন, তার বড় মেয়ে বৃষ্টি ও মা মোমেনাকে উদ্ধার করা হয়। আর মোমিনের স্ত্রী পরীনা বানু, বাবা দুলাল হোসেন, তার অন্য তিন সন্তান হাসি-খুশি ও তাইমুল ইসলাম নুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা গুরুতর হলে রাতেই তিনটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার ভোরে পথেই তাদের মৃত্যু হয়।

নিহত মোমিনের চাচা জাকির হোসেন জানান, ‘আগুনের খবর পেয়ে আমি প্রথমে ছুটে আসি মোমিনের বাড়িতে। পরে জয়পুরহাট হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জয়পুরহাট পৌরসভার মেয়রের মাধ্যমে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু ঢাকায় পৌঁছার আগে পথেই পাঁচজনই মারা গেছেন।’

একই পরিবারের আট জনের মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকায় শোকের মাতম চলছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা প্রশাসক জাকির হোসেন ও পুলিশ সুপার রশীদুল হাসান।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের উৎপত্তি ঘটেছে। ঘরে আগুন নেভানোর সময় তারা সেই আলামতই পেয়েছেন। আগুনে ওই বাড়ির চারটি ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী