X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রীসহ শ্বশুর গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ২১:১৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২১:২০

গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে শ্বশুর বাড়িতে জামাই খুন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে কাশিয়ানী থানা পুলিশ। স্ত্রী ও তার ভাড়াটে খুনিরা জামাই কাজি আরিফ হোসেনকে গত রবিবার রাতে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় স্ত্রী, শ্বশুর ও এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিয়ানী এম.এ.খালেক বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. ইবাদুল ইসলামের মেয়ে ফারাজানা ইসলাম কেয়ার সঙ্গে গোপালগঞ্জ জেলা শহরের (গেট পাড়ার) কাজি মজিবর রহমানের ছেলে কাজি মো. আরিফ হোসেনের ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। ঘটনার রাতে নিহত স্ত্রী ফারজানা ইসলাম কেয়া (৩২) তার দূর সর্ম্পকের মামা ভাই রায়হান মাহমুদের (৩৫) সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চায়। পরে তার মামাতো ভাই রায়হান মাহমুদ  (রবিবার রাতে) খুলনা জেলার দৌলতপুর দেওয়ানা দক্ষিণপাড়া থেকে দুই ব্যক্তিকে ভাড়া করে কেয়াদের বাড়িতে নিয়ে যায়। ভারাটে খুনিরা কেয়ার স্বামী আরিফকে শ্বশুর বাড়ির একট ঘরে আটকে রেখে পিটিয়ে হত্যা করে।

পুলিশ সোমবার সকালে সুরাতহাল রির্পোট শেষে লাশ গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ফারজানা ইসলাম কেয়া (৩২) এবং কেয়ার বাবা সহযোগী অধ্যাপক মো. ইবাদুল ইসলামকে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে  তাদের গ্রেফতার দেখায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো.আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কাজি আরিফের স্ত্রী ফারজানা ইসলাম কেয়া হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী মুকসুদপুর সার্কেলের সিনিয়র এএসপি হোসাইন মোহাম্মদ রায়হান মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মো.ফারুক হোসেনকে নিয়ে খুলনা জেলার দৌলতপুর দেওয়ানা দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। সেখান থেকে কাজি আরিফ এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভাড়াটে খুনি মো. ফারুক মোড়লের ছেলে মো. তন্ময় হোসেন মোড়লকে (২০) গ্রেফতার করে। তন্ময় মোড়লও প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, নিহত কাজি আরিফ হোসেনের ভাই মো. কাজি গালিব হোসেন বাদী হয়ে কাশিয়ানী থানায় ৩০২/৩৪ ধারায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি