X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনার উপজেলাগুলোয় পৌঁছেছে মনোনয়নপত্র ও নির্বাচনি কাগজপত্র

খুলনা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ০৯:২৬আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০৯:৩৩

খুলনা

খুলনা জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে মনোনয়নপত্র, আচরণবিধিসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। আজ রবিবার (১১ নভেম্বর) থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। খুলনার ছয়টি সংসদীয় আসনে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা প্রশাসক মো. হেলাল হোসেন। এছাড়া আসনভিত্তিক ১৫ জন সহকারী রিটার্নিং অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র, নির্বাচনি আচরণবিধিসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। প্রার্থীরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। ভোটকেন্দ্র, কক্ষ, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়েছে।’

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার ৬টি আসনে ৭৮৫টি কেন্দ্র এবং ৩ হাজার ৮০৫টি ভোটকক্ষ চূড়ান্ত হয়েছে। আরও ৫ শতাংশ ভোটকেন্দ্র রিজার্ভ রাখা হয়েছে। এসব ভোটকেন্দ্র ও কক্ষের জন্য ১২ হাজার ২০০ ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৭৮৫ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৮০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৭ হাজার ৬১০ জন পোলিং অফিসার রয়েছে। আরও ১০ শতাংশ ভোটগ্রহণ কর্মকর্তাকে রিজার্ভ রাখা হচ্ছে। সব মিলিয়ে ১৩ হাজার ৪২১ ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ৮৬৪ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ১৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ হাজার ৩৭১ জন পোলিং অফিসার রয়েছে।

এবারের নির্বাচনে খুলনায় ভোটার সংখ্যা ১৮ লাখ ৮৩০ জন। এর মধ্যে খুলনা-১ আসনে ২ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন, খুলনা-২ আসনে ২ লাখ ৯৪ হাজার ৬২ জন, খুলনা-৩ আসনে ২ লাখ ২৬ হাজার ৩০২ জন, খুলনা-৪ আসনে ৩ লাখ ১০ হাজার ৪৪৬জন, খুলনা-৫ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৪৭২জন ও খুলনা-৬ আসনে ৩ লাখ ৬৬ হাজার ১৯২ জন রয়েছে।

খুলনার জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন জানান, ‘খুলনার ৬টি আসনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্যানা, তোরণসহ আলোকসজ্জা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, খুলনার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেএমপি এবং জেলা পুলিশের সব থানার ওসিদের চিঠির মাধ্যমে আদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

র‌্যাব-৬’র উপ-অধিনায়ক মেজর শামীম সরকার জানান, ‘র‌্যাব-৬’র আওতাধীন খুলনা বিভাগের ৯ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ও টহল শুরু হয়েছে। র‌্যাব-৬ খুলনা ক্যাম্প থেকে প্রতিদিন ১২টি টিম নগরীতে টহল দিচ্ছে। তালিকাভূক্ত অপরাধীদের অবস্থান সনাক্তকরণের জন্য গোয়েন্দা টিম মাঠে কাজ করছে।’

খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, ‘সব থানায় নিয়োজিত পুলিশ সদস্যরা কঠোরভাবে দ্বায়িত্ব পালন করছেন। তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এছাড়া যে কোনও ধরনের সহিংসতা রোধে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ‘অনেক আগে থেকেই মহানগরীতে অবৈধ অস্ত্রধারী ও তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতার অভিযান চলছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় কেএমপি’র সব ধরনের কার্যক্রম বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন- খুলনা বিভাগে ৭৭৪৪০ ভোট গ্রহণ কর্মকর্তা চূড়ান্ত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়