X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১৬ হাজার পিস ইয়াবাসহ বাসের হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০১৮, ১৬:১৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৮:৩৪

১৬ হাজার পিস ইয়াবাসহ বাসের হেলপার আটক কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. সোহেল (২৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১১ নভেম্বর) ভোর রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় এনা পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতার সোহেল নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল মিয়াপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে। সোহেল ওই বাসচালকের সহযোগী ছিলেন।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এনা পরিবহনের ওই বাসের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দামপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা কক্সবাজার হতে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো-ব ১৫-৩২১৩) তল্লাশির জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার র‌্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়। তাৎক্ষণিকভাবে র‌্যাব সদস্যরা যাত্রী এবং গাড়ি তল্লাশি করলে সোহেল গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে সোহেলের প্যান্টের পকেট এবং তার দেখানো জায়গায় বাসের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ব্যাপক জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছে সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে হেলপারি করার আড়ালে বাসের ভেতরে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়