X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বান্দরবান আসনে আ. লীগের ৫ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ

বান্দরবান প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৯:২৯

বান্দরবান বান্দরবান সংসদীয় আসন (৩০০ নম্বর ) থেকে পাঁচজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (১০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন— পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) কাজি মো. মজিবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক থুইনি মং মারমা ও জেলা আওয়ামী লীগের নারী সদস্য সুচিত্রা তঞ্চঙ্গ্যা।

প্রতিমন্ত্রী বীর বাহাদুরের মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী। তবে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, কাজি মো. মজিবুর রহমান, সুচিত্রা তঞ্চঙ্গ্যা ও থুইনি মং মারমা নিজেরা উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ বিষয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী বলেন, ‘যে কেউ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার হয়েই আমরা সবাই কাজ করবো।’

এদিকে, বান্দরবানের জেলা নির্বাচন কার্যালয় থেকে রবিবার (১১ নভেম্বর) বিকাল পর্যন্ত কেউ মনোনয়নপত্র গ্রহণ করেননি। তবে কয়েকজন প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র গ্রহণের জন্য কী কী কাগজপত্র জমা দিতে হবে তা জানতে চেয়েছেন। সকালে পাহাড়ের শক্তিশালী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা ফোন করে কী কী কাগজপত্র জমা দিতে হবে তা জানতে চেয়েছেন। এছাড়া অপর পাহাড়ী সংগঠন ইউপিডিএফ এর বান্দরবান জেলার সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা অফিসে এসে কাগজপত্রের বিষয়ে জানতে চেয়েছেন। তবে তারা কেউই মনোনয়নপত্র গ্রহণ করেননি। আওয়ামী লীগ বা বিএনপির কোনও প্রার্থীও জেলা কার্যালয় থেকে মনোনয়নপত্র নেননি।

বান্দরবান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেশদ্রোহীতার অভিযোগে দায়ের করা কোনও মামলা চলমান থাকলে বা বড় ধরনের কোনও মামলা থাকলে তাকে মনোনয়নপত্র দেওয়া হবে না। তবে কারোর নামে যদি পারিবারিক মামলা থাকে তবে তার মনোনয়নপত্র গ্রহণে বাঁধা নেই। তিনি বলেন, বান্দরবানে সবসময়ই শান্তপূর্ণ পরিবেশ বিরাজ করে। এখনও পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনও অপ্রীকর ঘটনা ঘটেনি। তারপরও এখানে নিরাপত্তার জন্য পুলিশ নিয়োজিত রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী