X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে থামছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য, ক্যাম্পাসে আতঙ্ক

সিরাজুচ ছালেকীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১২ নভেম্বর ২০১৮, ১৩:৩১আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৪:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইয়ের ঘটনা থামছেই না। ছিনতাই আতঙ্কে সন্ধ্যার আগেই প্রয়োজনীয় কাজ সেরে কক্ষে ঢুকে যাচ্ছেন শিক্ষার্থীরা। এতে সন্ধ্যার পরপরই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত তিন জনকে পুলিশ গ্রেফতার করতে পারলেও থামছে না ছিনতাইয়ের দৌরাত্ম্য।

ক্যাম্পাস সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যেকোনো শিক্ষার্থীদের কাছে একটি স্মার্টফোন থাকে। আর সেটাই টার্গেট করে ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের শিকার হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। ২১ অক্টোবর কাজলা গেট এলাকায় ও বিনোদপুর গেটে অন্তত ৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মার্কেটের পাশে ছিনতাইকারীদের খপ্পড়ে পড়েন আরও দুইজন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরপর ২৩ অক্টোবর রাত ৮টার দিকে মেডিক্যাল সেন্টারের সামনে ছিনতাইয়ের শিকার হন ফলিত গণিত বিভাগের দুই শিক্ষার্থী। একই দিন সন্ধ্যা ৬টার দিকে স্টেডিয়াম মার্কেট এলাকায় রসায়ন বিভাগের দুই শিক্ষার্থীর মোবাইল ও টাকা-পয়সা কেড়ে নেয় দুর্বৃত্তরা।

ছিনতাইয়ের ঘটনা বর্তমানে ক্যাম্পাসে আলোচিত একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত তিনজনকে আটক করে ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গত ৩ নভেম্বর নগরীর সাগরপাড়া এলাকার মমিনুল ইসলাম ও প্রিন্সকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ রবিবার (১১ নভেম্বর) রাতে জুবেরী মাঠ থেকে আব্দুল্লাহ নামের একজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশ। ওই দিন রাতে তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখানো হয়।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠ, ইবলিশ মাঠ, হবিবুর মাঠ, জুবেরী ভবনের সামনের আমবাগান, তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে তুতবাগান, প্যারিস রোড, বধ্যভূমিসহ কিছু নির্জন জায়গায় ওৎ পেতে থাকে ছিনতাইকারীরা। এ জায়গাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং মানুষের আনাগোনা কম। সুযোগ পেলেই অস্ত্র দেখিয়ে দামি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলে চড়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে।

ছিনতাইয়ের শিকার রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি বিনোদপুর বাজার থেকে জিয়াউর রহমান হলে ফিরছিলাম। মেডিক্যাল সেন্টারের সামনে অপরিচিত ৩ জন লোক আমাকে ডেকে নিয়ে ধমকের সুরে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। পরে হলে পৌঁছে দেওয়ার কথা বলে তারা জোর করে আমাকে মোটরসাইকেলে তোলে। তারা হলে নিয়ে যাওয়ার বদলে আমাকে বধ্যভূমি এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল, টাকা ও বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে চলে যায়।’

ছিনতাইয়ের শিকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন, ‘আমি আর আমার বন্ধু প্যারিস রোড হয়ে কাজলা যাচ্ছিলাম। সেসময় কিছু ছেলে হঠাৎ আমাদের ধাক্কা দেয়। এরপর দোষটা আমাদের ওপর চাপিয়ে দিয়ে তারা বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দেখিয়ে আমাদের জুবেরি ভবনের আমবাগানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর মোবাইল, মানিব্যাগ ও পার্টস ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।’

রোকেয়া হলের এক ছাত্রী বলেন, ‘ক্যাম্পাসে যেভাবে ছিনতাই বেড়েছে তাতে ক্যাম্পাসে সন্ধ্যার পর বের হতে ভয় পাই। শুনেছি  ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। যার কারণে এখন আর সন্ধ্যার পর ক্যাম্পাসে যাই না। সন্ধ্যার আগেই প্রয়োজনীয় কাজ শেষ হলে চলে আসি।’

জাকির হোসাইন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আগে সন্ধ্যার পরেও ক্যাম্পাস মুখরিত থাকতো। আড্ডা, গান বা সংস্কৃতি চর্চায় একধরনের উৎসব আমেজ থাকতো। কিন্তু এখন সন্ধ্যার পর ক্যাম্পাস থমথমে হয়ে যায়। শিক্ষার্থীরা ছিনতাই আতঙ্কে সন্ধ্যার ক্যাম্পাসে অবস্থান করতে ভয় পাচ্ছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যেখানে আলো স্বল্পতা আছে, সেখানে আলোর ব্যবস্থা করা হবে। ক্যাম্পাসে নিয়মিত পুলিশ ও প্রক্টরিয়াল বডি টহল দিচ্ছে। আমরা ছিনতাই ঠেকাতে যথাসম্ভব চেষ্টা অব্যাহত রেখেছি।’

কারা জড়িত এর পেছনে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘বহিরাগতরা এর পেছনে জড়িত বলে আমরা জেনেছি। তাদের ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ক্যাম্পাসে সাদা পোশাকে পুলিশ টহলও দিচ্ছে। আমরা এই বিষয়টাকে এখন সর্বোচ্চ গুরুত্ব সহকালে দেখছি।’ এসময় তিনি সকল শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন।

/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!