X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সেরা করদাতার সম্মাননা পেলেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৫:২৮

 

চট্টগ্রামে সেরা করদাতার সম্মাননা পেলেন ১৪ জন ২০১৭-১৮ করবর্ষে চট্টগ্রামে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন ১৪ জন। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর জিইসি কনভেশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। একই অনুষ্ঠানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার আরও ২৫ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়।

সিটি করপোরেশন এলাকায় সেরা করদাতার সম্মাননা পেয়েছেন আব্দুল মোতালেব, এসএএম শাহজাহান, বৃহৎ করদাতা ইউনিটে সালাউদ্দিন কাশেম খান, মো. কামাল, আলী হোসেন আকবর আলী, সর্বোচ্চ নারী করদাতা ফারহানা মোমেন এবং ৪০ বছরের নিচে তরুণদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে মো. শাহাদাত হোসেন।

সিটি করপোরেশনের বাইরে জেলায় দীর্ঘ সময় বিভাগে বিশ্বেশ্বর গুপ্ত, সদরে আলা, সর্বোচ্চ বিভাগে অসিত কুমার সাহা, মো. দিদারুল আলম, মোহাম্মদ আবদুল মালেক, নারী বিভাগে রূপালী হক চৌধুরী এবং তরুণ বিভাগে আশিকুর রহমান লস্কর সেরা হয়েছেন।

কক্সবাজারে সেরা করদাতা হয়েছেন দীর্ঘ সময় করদাতা বিভাগে ওসমান গণি, হাফিজুল ইসলাম, সর্বোচ্চ করদাতা বিভাগে কামরুন নাহার, মোহাম্মদ আবু কাউসার, প্রকৌশলী মো. আলমগীর, নারী বিভাগে লাইলা বেগম এবং তরুণ বিভাগে আবদুল মাবুদ চৌধুরী।

রাঙামাটিতে সেরা হয়েছেন দীর্ঘ সময় বিভাগে রবীন্দ্র লাল দে, মাধব নাগ সর্বোচ্চ বিভাগে লোকমান হোসেন তালুকদার, আবুল মনসুর ওবায়দৌল্লা, সুলতান কামরুদ্দিন, নারী বিভাগে চিত্রা চাকমা এবং তরুণ বিভাগে মো. আসাদুজ্জামান মহসিন।

বান্দরবানে সর্বোচ্চ করদাতা বিভাগে সেরা হয়েছেন মোহাম্মদ নুরুল আবছার, অমল কান্তি দাশ, মাহবুবুর রহমান এবং নারী বিভাগে মে হ্লা প্রু।

খাগড়াছড়িতে দীর্ঘ সময় বিভাগে সেরা হয়েছেন স্বপন চন্দ্র দেবনাথ, মো. শামসুল আলম, সর্বোচ্চ বিভাগে ফরিদা আকতার, স্বপন চন্দ্র দেবনাথ, শিব শংকর দেব, নারী বিভাগে নুর নাহার বেগম এবং তরুণ বিভাগে মো. আবুল কালাম।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) রওশন আরা আক্তার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘দেশের অগ্রগতির পেছনে উদ্যোক্তা ও চাকরিজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা কর দিয়েছেন বলেই দেশের এ উন্নতি। উন্নত দেশের স্বপ্ন দেখি আমরা। এর জন্য দেশপ্রেম দরকার। নিজেদের স্বার্থে দেশকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার উদ্যোক্তাদের ট্রেড ফ্যাসিলিটি দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, শিক্ষকদের বেতন দিচ্ছে। দেশের অকাঠামোগত উন্নয়ন করছে। সবই কর, রাজস্ব ও ভ্যাটের মাধ্যমে করছে সরকার।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!