X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা, বিএনপির দুই নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০১৮, ১৭:০১আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৭:০২

মাহবুবর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর পুলিশের ওপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) মহানগর হাকিম আল ইমরানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ অক্টোবর আইসিটি মামলায় জামিন বাতিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় বিএনপি নেতাকর্মীরা কোতোয়ালি থানার ওসিসহ ওই থানার কয়েকজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ওই নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কাজী শাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর নগরীর জিইসি মোড় এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। ওই দিন দলীয় কার্যালয় নসিমন ভবনে কর্মসূচি শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুকে হোটেলে পৌঁছে দিতে তারা ওই এলাকায় যায়। পরে সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দু’জনকে পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের মামলায় গ্রেফতার দেখানো হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া