X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বরিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বরিশাল প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১১:০০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১১:০৪

বন্দুকযুদ্ধ বরিশালের উজিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে রবিউল আউয়াল রুবু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রবিউল  জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার ভাড়াটিয়া খুনি বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর)  গভীর রাতে এ ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রবিউল মাদারীপুরের কালকিনির কুকরিরচর এলাকার লাল চানের ছেলে।

ওসি শিশির কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রবিউলকে মাদারীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রবিউল চেয়ারম্যান নান্টুকে নিজ হাতে পিস্তল দিয়ে গুলি করে হত্যার বিষয়টি  স্বীকার করে। রবিউল জানায় তার অস্ত্রগুলো জল্লা এলাকায় রয়েছে।  ওই রাতেই রবিউলকে সঙ্গে নিয়ে জল্লার উদ্দেশ্যে রওয়ানা হলে রাত আড়াইটায় জল্লার পীরেরপাড়া ফুলতলা এলাকা অতিক্রম করার সময় আগে থেকেই ওৎ পেতে থাকা রবিউলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তারা রবিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সুযোগ বুঝে রবিউল পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। তখন আমরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাই। এ সময় গোলাগুলির  শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে রবিউলের গুলিবিদ্ধ লাশ এবং রবিউলের সঙ্গীদের ফেলে যাওয়া একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে উজিরপুরের কারফা বাজারে নিজের কাপড়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান নান্টু। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর নান্টুর বাবা সুখলাল হালদার বাদি হয়ে আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি’র ব্যক্তিগত সহকারী আবু সাঈদ রাঢ়ি এবং আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীসহ ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় উজিরপুর ও ঢাকা থেকে ১২ আসামিকে গ্রেফতার এবং নান্টু হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা