X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পুলিশের উপস্থিতিতে যুবকের আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১১:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১১:০৬

যশোর যশোরে পুলিশের উপস্থিতিতে স্ত্রীকে অপহরণ মামলায় অভিযুক্ত রমেশ দাস (৩৫) নামে এক যুবক গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের ষষ্টীতলা পিটিআই রোডে বাসার রান্নাঘরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রমেশের সঙ্গে চলতি বছর বিয়ে হয় যশোরের মণিরামপুর উপজেলার খানপুর এলাকার তাপস দাসের কলেজ পড়ুয়া মেয়ে তিথী দাসের সঙ্গে।
তাপস দাস জানান, গত ২ আগস্ট তার মেয়ে কলেজে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়টি নিয়ে মেয়ে জামাই রমেশ বিভিন্ন সময় নানা ধরনের অজুহাত দেখাতো। অবশেষে গত ১১ অক্টোবর তিনি মণিরামপুর থানায় একটি মামলা (নম্বর-১৩) করেন। মামলার তদন্তভার পান এসআই প্রশান্ত দাস।
এসআই প্রশান্ত দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিথী দাসের নিখোঁজ হওয়ার বিষয়টি যশোরের ডিবি পুলিশ সহায়তা করছে। আমরা জানতে পারি, তিথীর ব্যবহৃত মোবাইলফোনের সিমটি তার স্বামী রমেশের সেলফোনে ব্যবহৃত হয়েছে। বিষয়টির অধিকতর তদন্তের কারণে আজ তাকে গ্রেফতার করা হয়।’
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রমেশ জানায়, সিমটি তার শহরের ষষ্টীতলাস্থ ভাড়া বাসায় রয়েছে। পুলিশ সিমটি উদ্ধারে তাকে নিয়ে বাসায় যায়। প্রথমে সে সিমটি ঘরে এবং পরে তা রান্নাঘরে রয়েছে বলে জানায়। রান্নাঘরে ঢুকেই সে সেখানে থাকা ছুরি দিয়ে গলায় টান দেয়। এতে তার গলার কিছু অংশ কেটে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, ধারাল অস্ত্রের আঘাত শ্বাসনালিতে লেগেছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
রমেশ দাস শহরের ষষ্টীতলাপাড়া পিটিআই রোডের রণজিৎ দাসের ছেলে। তিনি পুলিশকে কখনও পল্লী বিদ্যুতের ম্যানেজার, কখনও এনজিওর মালিক আবার কখনও এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করেন বলে জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ