X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইবি’র দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১১:৫৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১১:৫৭

ইবি’র দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন আইন ও শরীয়াহ্ অনুষদের সহকারী রেজিস্ট্রার মো. উমর আলী এবং পরিবহন অফিসের গাড়িচালক মুন্সি তারিকুল ইসলাম। চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের  সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার  রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে মো. মামুনুর রশিদভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর কাছে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে চাকরি দেওয়ার কথা বলে  আইন ও শরীয়াহ্ অনুষদের সহকারী রেজিস্ট্রার উমর আলী এবং পরিবহন অফিসের গাড়িচালক  তরিকুল তার কাছ থেকে চেকের মাধ্যমে ১১ লাখ ৪০ হাজার টাকা নেন। যা বর্তমানে  উমর আলীর অগ্রণী ব্যাংক  ইবি শাখায় সঞ্চয়ী হিসাব নম্বর (০২০০০০৩০৯০৬৩৩) জমা আছে। তার এই অভিযোগ তাৎক্ষণিকভাবে তদন্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাকা লেনদেনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (ডি) ধারার অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত দুজনকে  সাময়িকভাবে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেজওয়ানুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান এবং সদস্য-সচিব পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ