X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে তিনজনকে হত্যা, গ্রেফতার ২

লালমনিরহাট প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৫০

লালমনিরহাটে বিরোধপূর্ণ জমিতে এই ঘর তোলায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হাতে নিহত হন তিন ব্যক্তি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিন ব্যক্তিকে কুপিয়ে ও পেটে বল্লম ঢুকিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস (খালেকটারি) এলাকায় এই তিন খুনের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন আব্দুল জলিল (৪৮), গোলাম রব্বানী (৫০) ও সহিদার রহমান।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জমি নিয়ে বিরোধে তিন জনকে হত্যার কথা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে বিভিন্ন শরিকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি ওই জমিটি আব্দুল জলিল কিনে নিলে তা মানতে পারেনি জমির অপর দাবিদার তিন ভাই ওয়ালিউল্লাহ, আতিকুল ও আলামিন এবং তাদের চাচা খবির উদ্দিন মাস্টার। সোমবার রাতে ওই জমিতে আব্দুল জলিল ঘরে তোলে। এতে ক্ষুব্ধ হয় ওয়ালিউল্লাহ ও তার সঙ্গীরা। আজ মঙ্গলবার সকালে সে ঘর দেখতে আব্দুল জলিলের কাছে যান তার ছেলে জাহিদুল ইসলাম, মামা রমজান আলী, মামাতো ভাই গোলাম রব্বানী, প্রতিবেশী সহিদার রহমানসহ আরও কয়েকজন ছিল। এসময় প্রতিপক্ষ তাদের ঘর তোলায় বাধা দিতে আসে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল জলিলের মামা ও স্থানীয় মুন্সিপাড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম রমজান আলী বাংলা ট্রিবিউনকে জানান, ‘জমির মালিকানা ও ঘর তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ওয়ালিউল্লাহ, আতিকুল ও আলামিন এবং তাদের চাচা খবিরের সঙ্গে আব্দুল জলিল ও তার সঙ্গীদের কথা কাটাকাটি হয়। এসময় ওয়ালিউল্লাহ উত্তেজিত হয়ে আব্দুল জলিলকে হাসুয়া দিয়ে কোপালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল জলিলের ছেলে জাহিদুল এর প্রতিবাদ করলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে ওয়ালিউল্লাহ। প্রায় একই সময়ে তার অপর দুই ভাই আতিকুল ও আলামিন এবং তাদের চাচা খবির উত্তেজিত হয়ে আব্দুল জলিলের সঙ্গে আসা গোলাম রব্বানী ও সহিদার রহমানের পেটে বল্লম ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলে তারাও নিহত হন। আমি হতভম্ব হয়ে গেছি। ওদের আর কিছুই বলতে পারি নাই। আমি যে কীভাবে বেঁচে গেলাম একমাত্র আল্লাহ ছাড়া বলতে পারবো না।'

নিহত গোলাম রব্বানীর বাবা আব্দুল গফুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আব্দুল জলিল আমার ভাগ্নে। তার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আব্দুল খালেক ক্বারির তিন ছেলে ও খবির উদ্দিন মাস্টারের। সেই জমিতে ঘর তোলা নিয়ে এই ঘটনা। আমার ছেলে আব্দুল জলিলের সঙ্গে গিয়েছিল। তাকেও হত্যা করেছে ওরা।’

তিনি আরও বলেন, ‘ভুল যদি থাকে বিচার আছে। কিন্তু তারা আইন হাতে তুলে নিয়েছে। তাদের ফাঁসি চাই।'

আদিতমারী থানার ওসি মাসুদ রানা বলেন, ‘ এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন। এজাহারে ৭ জনের নামোল্লেখ ও আরও ৬/৭ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে খবির উদ্দিন মাস্টার ও শামসুল ইসলাম ওরফে ইংরেজ নামে দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।'

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়