X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঢাকার নিখোঁজ গার্মেন্টস কর্মী বগুড়ায় উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৭:০২আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৭:০৩

বগুড়া বগুড়ারর ধুনট উপজেলা থেকে ঢাকায় নিখোঁজ ফাতেমাতুজ্জোহরা ফাতেমা (২০) নামে এক গার্মেন্টস কর্মীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরা করা হয়েছে।

তবে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, ওই মেয়ে তার সহকর্মীর সঙ্গে স্বেচ্ছায় এসেছিল; এটা অপহরণের ঘটনা নয়।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঠাকুরগাঁও জেলা সদরের ফকিরপাড়া গ্রামের নূর ইসলামের মেয়ে গার্মেন্টস কর্মী ফাতেমা ঢাকার কাফরুল থানা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি ওই এলাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। গত ১২ নভেম্বর তিনি কাজে গেলেও বাসায় ফিরে আসেননি। এ ব্যাপারে পরিবার থেকে কাফরুল থানায় ডিজি করা হয়। বগুড়ার ধুনট থানা পুলিশ গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাতে উপজেলার শৈলমারী গ্রাম থেকে ফাতেমাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রেমিক পালিয়ে যায়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ ওই ছেলের নাম বলতে পারেনি।

ধুনটের এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, ঢাকার একই গার্মেন্টসের সহকর্মীর সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই ছেলের বাড়ি বগুড়ার শেরপুরে গজারিয়া এবং নানার বাড়ি ধুনটের শৈলমারী গ্রামে। মেয়ে পক্ষ বিয়েতে রাজি না হওয়ায় তারা বিপাকে পড়েন। ফাতেমা আত্মহত্যার হুমকি দেওয়ায় ওই ছেলে তাকে নিয়ে ধুনটে নানা আবদুর রশিদের বাড়িতে আসেন। এরপর তারা বিয়ে করেন। মঙ্গলবার রাতে পুলিশ এলে তারা শেরপুরের বাড়ির দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে পুলিশ ফাতেমাকে উদ্ধার করলেও তার প্রেমিক পালিয়ে যায়। বুধবার মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন